ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে প্রচার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১৮ জানুয়ারি ২০২৬  
‘হ্যাঁ’ ভোটে উদ্বুদ্ধ করতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলবে প্রচার

গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সব বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসায় ব্যাপক প্রচার চালানো হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নানা কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রচারের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’ শিরোনামে লিফলেট ও পুস্তিকা বিতরণ করা হবে। পাশাপাশি মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে গণভোটবিষয়ক ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ড. আলী রীয়াজ বলেছেন, এবারের গণভোট ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে গণভোটে ‘হ্যাঁ’রায়ের কোনো বিকল্প নেই।

সভায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, ইউজিসির চেয়ারম্যান এস এম এ ফায়েজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ এবং ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়