ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভ্রমণপ্রেমীদের ডাকছে রাতারগুল

জাকারিয়া মোহাম্মদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ৬ আগস্ট ২০২০   আপডেট: ০২:৩৬, ২৮ আগস্ট ২০২০
ভ্রমণপ্রেমীদের ডাকছে রাতারগুল

ডিঙি নৌকায় স্বচ্ছ পানির উপর ভাসছেন ভ্রমণপ্রেমীরা

যতদূর চোখ যায় স্বচ্ছ নীল জল। আকাশের নীলের সাথে যেন মিতালি করেছে হাওরের টলটলে পানি। তবে দিগন্তের সবুজ গাছের সারি সীমারেখা টেনে দিয়েছে আকাশ আর পানির মাঝে। এ যেন শিল্পীর ক্যানভাসে পরম যত্নে আঁকা শিল্প। 

প্রকৃতির এসব রঙ রূপ দেখে দেখে এগিয়ে চলেছে আমাদের নৌকা। সিলেটের বাঘা বড় হাওরের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের উদ্দেশে। এমন কিছু ছবি তুলে পাঠিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাকারিয়া মোহাম্মদ।  
 

রাতারগুলের স্বচ্ছ জলে ভেসে বেড়াচ্ছে রঙ-বেরঙের নৌকা

 

নৌকায় করে রাতারগুল জলাবন ঘুরতে আসেন প্রকৃতিপ্রেমী মানুষ

 

মাথা উঁচু করে ভ্রমণ পিপাসুদের ডাকছে রাতারগুলের পানি সহিষ্ণু এসব বৃক্ষ

 

প্রকৃতি তার বিশাল আয়োজন মেলে ধরেছে রাতারগুলে

 

শুধু সৌন্দর্য নয়, মাছেরও অন্যতম আধার হাওর

 

তপ্ত দুপুরে ছাতা মাথায় নৌকার হাল ধরে আছেন মাঝি

 

যে জলে আকাশ নেমেছে

 

রাতারগুলে পানিতে নিমজ্জিত বিভিন্ন জাতের বৃক্ষ

 

 

চবি/মাহি

রাইজিং বিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়