ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজেশ খান্নার নাতনিকে কতটা চেনেন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩১, ২৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:০১, ২৪ অক্টোবর ২০২৫
রাজেশ খান্নার নাতনিকে কতটা চেনেন?

বলিউডে এখন স্টার-কিডদের জয়জয়কার। তাদের ঘিরেই চলছে হইচই। কেউ প্রথম সারিতে, কেউ প্রস্তুতির ঘরেই। সারা আলী খান, জাহ্নবী কাপুর কিংবা অনন্যা পান্ডে ইতোমধ্যে লাইমলাইটে। এ তালিকায় নাম লেখাতে চলেছেন শাহরুখ-কন্যা সুহানা, সঞ্জয়ের মেয়ে শানায়া কিংবা অক্ষয়ের ভাগ্নি সিমর। কিন্তু তালিকায় রয়েছেন আরো এক স্টার-কিড, তার নাম—নাওমিকা সরন।

বলিউডে পা না রাখলেও নাওমিকা নামটি এখন অপরিচিত নয়। রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার নাতনি রুপালি জগতে পা রাখার আগেই টিনসেল টাউনের চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। কয়েক দিন আগে ম্যাডক ফিল্মসের একটি গেট-টুগেদারে দেখা যায় নানি ডিম্পলের সঙ্গে। সেদিন যেন প্রমাণ দিলেন—স্টারডম তার জিনে।

আরো পড়ুন:

 

রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার দুই কন্যা—টুইঙ্কেল খান্না, রিঙ্কি খান্না। নব্বই দশকের শেষের দিকে বলিউডে পা রাখেন রিঙ্কি। বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ২০০৩ সালে ব্যবসায়ী সমীর সরনকে বিয়ে করেন রিঙ্কি। ২০০৪ সালে এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান; যার নাম নাওমিকা সমির।

 

নাওমিকার বয়স এখন একুশ। মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা টিশক স্কুল অব আর্টসে পড়াশোনা করেন এই তারকা সন্তান।

 

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন নাওমিকা। খুব শিগগির রুপালি জগতে তার অভিষেক ঘটবে। আর তার বিপরীতে অভিনয় করবেন বেদাং রায়না। একটি সূত্র বলেন—“প্রকল্পটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি।”

 

অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ম্যাডক ফিল্মসের ব্যানারে তৈরি হবে নাম ঠিক না হওয়া সিনেমাটি। এ সিনেমার জন্য গত কয়েক বছর ধরে বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন নাওমিকা। সেই অনুযায়ী তার ট্রেনিংও চলছে। অবশেষে চূড়ান্ত হয়েছে কথাবার্তা। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হতে পারে।

 

এ সিনেমায় প্রাথমিকভাবে অগস্ত্য নন্দাকে মুখ্য চরিত্রে ভাবা হয়েছিল। যদিও পরে প্রজেক্টটি থেকে সরে যান তিনি। তারপরই প্রস্তাব যায় বেদাং রায়নার কাছে। এই মুহূর্তে ইমতিয়াজ আলী পরিচালিত একটি সিনেমার কাজে ব্যস্ত বেদাং। এরপরই নাওমিকার বিপরীতে শুটিং শুরু করবেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়