নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি জিএম কাদেরের
নির্বাচনের জন্য প্রস্তুত মন্তব্য করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদের।
শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় মহিলা পার্টির বর্ধিত সভায় তিনি এ দাবি করেন।
চেয়ারম্যানের উপদেষ্টা ও মহিলা পার্টির যুগ্ম আহ্বায়ক হেনা খান পন্নীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জিএম কাদের। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরীফা কাদের, রেজাউল ইসলাম ভূঁঞা, আলমগীর সিকদার লোটন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, মো. মমতাজ উদ্দিন, নুরুন নাহার বেগম।
জি এম কাদের বলেন, “আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমরা বলতে চাই, যে পরিস্থিতি সামনে দাঁড়িয়ে আছে, তাতে আমাদের সামনের দিকে খেয়াল করতে হবে। পরিস্কারভাবে আমাদের দাবি থাকবে, আমরা চাই, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন শুধুমাত্র নিরপেক্ষ সরকারের অধীনেই সম্ভব।”
শেখ হাসিনা খারাপ নির্বাচন করেছেন, এখনও ভালো নির্বাচনের লক্ষণ দেখা যাচ্ছে না মন্তব্য করে জিএম কাদের বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের নামে প্রহসন হতে যাচ্ছে। সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। তাই এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না, দেশ স্থিতিশীল হবে না।”
জাপা সব সময় হাসিনা সরকারের সমালোচনা করে গেছে জানিয়ে জিএম কাদের বলেন, “জাতীয় পার্টি কখনো দোসর ছিল না। যারা দোসরের কাজ করেছে, তারা দল থেকে চলে গেছে।”
উপস্থিত ছিলেন চেয়াম্যানের উপদেষ্টা লাকী বেগম, খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, আক্তার হোসেন দেওয়ান, এম এ সোবহান, মো. হুমায়ুন খান, যুগ্ম মহাসচিব শামীম আহমেদ রিজভী, দ্বীন ইসলাম শেখ, মীর শামসুল আলম লিপটন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান এবং দফতর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি