ঢাকা     সোমবার   ১৭ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নিন: জিএম কাদের

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ১৪ অক্টোবর ২০২৫  
এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নিন: জিএম কাদের

জিএম কাদের। ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

আরো পড়ুন:

জিএম কাদের বলেন, “জাতি হিসেবে শিক্ষকদের প্রতি আমাদের যথাযথ মর্যাদা ও সন্মান জানানো উচিত। জীবন ধারণের জন্য ন্যুনতম সম্মানি না দিয়ে শুধু শুধু সন্মান জানানোর ব্যাপারটা আরো বেশি অসম্মানজনক।”

তিনি বলেন, “এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবিগুলো শুধু যৌক্তিকই না, মানবিকও বটে। আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ৩টি দাবি হলো, মূল বাড়ি ভাড়া ২০ শতাংশ (৩ হাজার টাকা), চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ করা। এটা বলার অপেক্ষা রাখে না যে, মুদ্রাস্ফীতির এই সময়ে তাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক।”

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি প্রকাশ করে জাপা চেয়ারম্যান বলেন, “আমি ২০২১-২০২২ অর্থবছরের  জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দাবি করেছিলাম যে, ১৭ বছর ধরে চলমান ২৫ শতাংশ উৎসব ভাতার পরিবর্তে শতভাগ উৎসব ভাতা প্রদান করা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা।” 

“আমি আশা করব, বর্তমান সরকার তাদের রাজপথ থেকে আলোচনার টেবিলে নিয়ে এসে দাবিগুলো মেনে নেবেন।” 

ঢাকা/নইমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়