ঢাকা     বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার কবর জিয়ারত করল ঢাবি সাদা দল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৪ জানুয়ারি ২০২৬  
খালেদা জিয়ার কবর জিয়ারত করল ঢাবি সাদা দল

রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন- ঢাবি সাদা দল।

রবিবার (৪ জানুয়ারি ২০২৫) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এই কর্মসূচি পালন করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক এবিএম সিদ্দিকুর রহমান নিজামী।

আরো পড়ুন:

শ্রদ্ধা নিবেদন শেষে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের অভিভাবকহীন করে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন।”

বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ ছিল না। তিনি কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করেননি। একইভাবে তারেক রহমানের মাঝেও কোনো বিদ্বেষ নেই। তিনি সবার সঙ্গে আলোচনায় বসছেন এবং সবাইকে নিয়ে দেশ পরিচালনার চিন্তা করছেন। আশা করি তিনি দেশনেত্রীর মতো সবাইকে ঐক্যবদ্ধ করে দেশকে সঠিক পথে পরিচালনা করবেন।”

এসময় অন্যান্যের মধ্যে ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও মো. আবুল কালাম সরকার, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান, সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. মহিউদ্দিন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আল-আমিন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক উপস্থিত ছিলেন

ঢাকা/আলী/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়