ঢাকা     বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৫ জানুয়ারি ২০২৬  
তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচন ব্যবস্থা এবং জনগণের অধিকার-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

আরো পড়ুন:

উভয় পক্ষই গণতান্ত্রিক আন্দোলনে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন। নেতারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় সব গণতান্ত্রিক শক্তির মধ্যে সমন্বয় আরো জোরদার হবে।

এ সময় বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলমসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আলী/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়