ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-১৭: বিএনপির মিডিয়া কমিটির প্রস্তুতি সভা, গুজব রোধে জোর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ১৬ জানুয়ারি ২০২৬  
ঢাকা-১৭: বিএনপির মিডিয়া কমিটির প্রস্তুতি সভা, গুজব রোধে জোর

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যান নির্বাচনি প্রচারের প্রস্তুতির জন্য মিডিয়া কমিটির প্রথম সভা হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বনানীতে ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রধান কার্যালয়ে এ সভা হয়।

আরো পড়ুন:

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, “ঢাকা-১৭ আসনে কিছু রাজনৈতিক দল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া ও বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার রোধে গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরার আহ্বান জানাই।”

তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতে একটি মহল নিয়মিত অপপ্রচার চালালেও দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা মিথ্যা প্রচারণার বিভ্রান্ত হয় না এবং সঠিক তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়।

সভায় নির্বাচনি প্রচারের কৌশল, মিডিয়ার সমন্বিত কার্যক্রম, সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা প্রচার এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনারসহ বিভিন্ন পর্যায়ের মিডিয়াকর্মী ও সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/আলী/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়