খুন-গুমের শিকার মানুষের আত্মত্যাগ বৃথা যেতে দেব না: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ফ্যাসিবাদের সময় যারা খুন-গুমের শিকার হয়েছেন তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (হল অব ফেম) বিএনপি পরিবার ও মায়ের ডাকের উদ্যোগে বিগত গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদেরয় পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “বহু বছর দেশ থেকে দূরে থাকতে হয়েছে। সেখান থেকে স্বজনহারা পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি।”
তিনি আরো বলেন, “আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন-গুম করা হয়েছে। দেড় লাখের বেশি মামলা আমাদের নেতাকর্মীদের নামে দেওয়া হয়েছে। আমাদের ৬০ লাখের বেশি নেতাকর্মী সেই মামলা বয়ে বেড়াচ্ছেন।”
বিএনপি চেয়ারম্যান বলেন, “দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্য ধারণ করতে চাই। আমাদের দল নির্বাচনে মানুষের ভোটে নির্বাচিত হলে এই খুন-গুমের শিকার মানুষের নামে বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে।”
তারেক রহমান বলেন, “এবার যদি দেশ গঠনে ব্যর্থ হই, তাহলে শহীদদের প্রতি অন্যায় করা হবে। আগামী দিনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা সবাই যেন সজাগ থাকি। অন্যায়ের বিচার যেন করতে পারি।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদার খোকন, ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রোমন, মায়ের ডাকের সানজিদা তুলিসহ খুন-গুম ও হত্যার শিকার পরিবারের সদস্যরা।
ঢাকা/আলী/সাইফ