প্রচারের সীমা ও সংখ্যা জানিয়ে প্রার্থীদের জন্য বিএনপির বার্তা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিভিন্ন আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এবং ক্ষেত্রবিশেষে শোকজ নোটিশ পাওয়ার মধ্যেই দলীয় প্রার্থীদের সতর্ক করে বিজ্ঞপ্তি দিল বিএনপি।
নির্বাচনি প্রচারের আচরণবিধি ও প্রচারসামগ্রী ব্যবহার-সংক্রান্ত এই নির্দেশনার বার্তায় বলা হয়েছে, ২২ জানুয়ারি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। বিএনপি প্রার্থীদের শৃঙ্খলাবদ্ধ ও আইনানুগ প্রচার চালানোর আহ্বান রাখা হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি সারা দেশের প্রার্থীদের অবহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নির্বাচনি প্রচারে ব্যবহৃত সামগ্রীর সীমা ও সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রার্থীদের নির্বাচনি প্রচার ব্যানারের সর্বোচ্চ আকার হবে ১০ ফুট x ৪ ফুট, বিল বোর্ড ১৬ ফুট x ৯ ফুট, ফেস্টুন ১৮ ইঞ্চি x ২৪ ইঞ্চি, হ্যান্ডবিল/লিফলেট ৮.২৭ ইঞ্চি x ১১.৬৯ ইঞ্চি, প্রার্থীর ছবি (পোর্ট্রেট) ৬০ সে.মি x ৪৫ সে.মি এবং ভোটার স্লিপ ১২ সে.মি x ৮ সে.মি।
কেন্দ্রীয় নির্দেশনায় বলে দেওয়া হয়েছে, প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল, লিফলেট, ছবি ও ভোটার স্লিপ সাদা-কালো রঙের হতে হবে। শুধু বিলবোর্ড ও সোশ্যাল মিডিয়ায় রঙিন লেখা ও ছবি ব্যবহার করা যাবে।
প্রার্থী ও দলীয় প্রধানের ছবি ছাড়া অন্য কোনো ছবি ছাপানো যাবে না। ব্যানার, হ্যান্ডবিল, লিফলেট ও ফেস্টুনে অবশ্যই মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ থাকতে হবে। কোনো প্রার্থী নির্বাচনি এলাকায় ২০টির বেশি বিল বোর্ড ব্যবহার করতে পারবেন না। প্রচার ও ভোটগ্রহণের সময় ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারও নিষিদ্ধ।
বিএনপির এই নির্দেশনার বিজ্ঞপ্তিকে আইনানুগ ও সুসংগঠিত প্রচার পরিচালনার মাধ্যমে ভোটারদের কাছে সুষ্ঠু ভোট প্রার্থনা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা হিসেবে ধরা হচ্ছে।
নির্বাচন কমিশন ভোটের প্রচারে ব্যবহৃত সামগ্রীর এই সুনির্দিষ্ট পরিমাপ ও সংখ্যা আগেই জারি করেছে। বিএনপিও তাদের প্রার্থীদের সতর্ক করে এবার বিজ্ঞপ্তি দিল।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। এখন চলছে প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া, যা শেষ করে ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২২ জানুয়ারি থেকে শুরু করে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা পর্যন্ত ভোটের প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা।
ঢাকা/আলী/রাসেল