বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শারফুদ্দীন মাহমুদ খান
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় শারফুদ্দীন মাহমুদ খান (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি এ উপজেলার ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
রবিবার (১ জুন) রাতে নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট-বেলঘড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শারফুদ্দীন মাহমুদ খান উপজেলার বিলসা বেলঘড়িয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় দলিল লেখক ছিলেন।
নিহতের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর।
নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি আখতারুজ্জামান উজ্জ্বল জানিয়েছেন, ভাটরা ইউনিয়নের বিলসা বেলঘড়িয়া গ্রামের দলিল লেখক শারফুদ্দীন মাহমুদ খান নন্দীগ্রামে তার কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। বেলঘড়িয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম জানিয়েছেন, শারফুদ্দীন মাহমুদ খানের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ঢাকা/এনাম/রফিক