ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শক্তির জায়গা যখন ফিল্ডিং

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ১৪ অক্টোবর ২০২০   আপডেট: ০৮:৩১, ১৫ অক্টোবর ২০২০
শক্তির জায়গা যখন ফিল্ডিং

ফিল্ডিং নিয়ে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ভাবনা ছিল বেশ প্রশংসনীয়। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘প্রত্যেক ব্যাটসম্যান প্রতি ম্যাচে রান করবে না। প্রত্যেক বোলার প্রতি ম্যাচে উইকেট পাবে না। তবে একজন ভালো ফিল্ডার প্রতি ম্যাচেই রান বাঁচাবে। দারুণ সব ক্যাচ ধরবে।’ ফিল্ডিং তার কাছে ছিল অনেকটা প্রার্থনার মতো। এজন্য নিজ দলে ‘বুড়োদের’ পরিবর্তে তরুণ, প্রতিভাবানদের জায়গা দিতে পছন্দ করতেন। 

ধোনির ভাবনার সঙ্গে অনেকটাই মিল রয়েছে বাংলাদেশের তরুণ তৌহিদ হৃদয়ের। তাইতো বলিষ্ঠ কণ্ঠে যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার বললেন, ‘মাঠে আমরা খুব সজাগ থাকি। সেরা ফিল্ডিং দিয়ে রান বাঁচানোর চেষ্টা করি। সবাই নিজের দিকটায় সচেতন। বিশ্বাস করি ফিল্ডিং দিয়েও ম্যাচ জেতা সম্ভব।’

বিসিবি প্রেসিডেন্টস কাপে নাজমুল হোসেন শান্ত একাদশে খেলছেন হৃদয়। প্রথম ম্যাচে ঝকঝকে ৫২ রানের ইনিংস খেলেছেন। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। বোলাররা সেদিন ম্যাচ জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। সঙ্গে হৃদয়, শান্ত, সৌম্যদের ফিল্ডিংও ছিল নজরকাড়া। প্রতিপক্ষ দলের দুই ব্যাটসম্যান কাজী নুরুল হাসান সোহান ও নাঈম শেখকে রান আউট করেছিল সরাসরি থ্রোতে। মাকিদুল ইসলাম মুগ্ধ ফিরতি ক্যাচ নিয়েছিলেন অসাধারণ ড্রাইভে। সীমানায় আফিফ হোসেন বাঁচিয়েছেন একাধিক বাউন্ডারি। আর বৃত্তের ভেতরে প্রত্যেকেই ছিলেন ধ্রুপদী। সব মিলিয়ে শান্ত একাদশের ফিল্ডিং বেশ প্রশংসা কুড়িয়েছে। তাইতো প্রথম ম্যাচের নায়ক জানালেন, ফিল্ডিংটাই তাদের দলের সবচেয়ে বড় শক্তি জায়গা। 

তৌহিদ বলেছেন, ‘আমাদের ফিল্ডিং অনেক ভালো। আমাদের দলের সবচেয়ে সেরা জায়গা যদি বলি- তাহলে বলবো ফিল্ডিংয়ের দিকটা। আমাদের দলটা অনেক তরুণ। আমাদের দলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ও ভালো ব্যাটসম্যান মুশফিক ভাই আছেন। উনার মতো একজন দলে থাকা মানে এমনিই আমরা আত্মবিশ্বাস পাই।’

প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশকে উড়িয়ে জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করে নাজমুল একাদশ। বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ তামিম ইকবাল একাদশ। তামিমরা প্রথম ম্যাচে হেরেছে। দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মুখিয়ে থাকবে। ম্যাচটি খুব চ্যালেঞ্জিং হবে সেই উত্তাপ হৃদয় টের পাচ্ছেন এখনই, ‘ম্যাচটি অনেক চ্যালেঞ্জিং হবে এবং অনেক কঠিন হবে। তাদের দল অনেক শক্ত। মোস্তাফিজ ভাই আছেন, অনেক বড় বড় বোলার আছেন। আগের ম্যাচে যে ভুলগুলো হয়েছে টপ অর্ডারে সেগুলো কাটিয়ে উঠার চেষ্টা করবো।' 

ফেব্রুয়ারিতে যুব বিশ্বকাপ জেতা এ ডানহাতি ব্যাটসম্যান নিজেকে মেলে ধরতে বদ্ধপরিকর। প্রথম ম্যাচে স্নায়ুচাপে থেকেও ভালো খেলেছেন। দ্বিতীয় ম্যাচে খেলতে চান মন খুলে। হৃদয় বলেন, ‘অনেক দিন পর মাঠে নামতে পেরেছি সেজন্য ভালো লাগছে। আর এরকম বড় টুর্নামেন্টে প্রথম ম্যাচ ভালো করলাম, সেজন্যও ভালো লাগছে। একটু স্নায়ুচাপে ছিলাম। যে পরিকল্পনায় ব্যাট করছিলাম, সেটা প্রয়োগ করতে পারায় খুশি। এখন আত্মবিশ্বাস বেড়েছে। চেষ্টা থাকবে নিজের মন মতো খেলার। পাশাপাশি চেষ্টা থাকবে নিজেকে মেলে ধরার।’

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়