ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিসেম্বরে ফিরছে মেয়েদের ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৩১ অক্টোবর ২০২০  
ডিসেম্বরে ফিরছে মেয়েদের ক্রিকেট

বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহরা ফিরেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। নভেম্বরে আবার তারা মাঠে নামছেন পাঁচ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

এবার নারী ক্রিকেটারদের জন্যও সুখবর দিয়েছে বিসিবি। জানিয়েছে, ডিসেম্বরে নারী ক্রিকেটারদের ফেরানো হবে মাঠে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারী বিভাগের চেয়ারম্যান নাদেল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট স্থগিত হয় গত মার্চে। সেপ্টেম্বর থেকে তামিমরা মাঠে ফিরেছেন জৈব সুরক্ষা বলয়ে। তবে নারী ক্রিকেটাররা তখনও ছিলেন গৃহবন্দী। তবে সালমা, জাহানারা ছিলেন ব্যতিক্রম। মেয়েদের আইপিএলে ডাক পাওয়ায় তাদের অনুশীলনের ব্যবস্থা করে দেয় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। এবার পুরো দলই ফিরবে মাঠে।

নাদেল চৌধুরী বলেন, ‘ডিসেম্বরে আমরা মেয়েদের নিয়ে একটি টুর্নামেন্ট করবো। আমাদের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তবে শিগগিরই আমরা টুর্নামেন্টটা করবো।’

নিজেদের পরিকল্পনা নিয়ে তিনি আরো বলেন, ‘আমরা বিভাগীয় দলগুলো নিয়ে একটি টুর্নামেন্ট করবো। হয়তো এ মুহূর্তে ক্লাবগুলো খেলতে রাজিহবে না।’

ফেব্রুয়ারিতে হয়েছিল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া হয়েছিল চ্যাম্পিয়ন। বাংলাদেশ এবারও বিশ্বকাপে ভালো কিছু করতে পারেনি। ভারতের সাবেক ক্রিকেটার আঞ্জু জৈনকে কোচ হিসেবে নিয়োগ দিলেও দল ভালো কিছু করতে পারেনি। বিশ্বকাপের পরপরই আঞ্জু জৈন বাংলাদেশের দায়িত্ব ছাড়েন। তখন থেকে নতুন কোচ খোঁজার কাজ শুরু হলেও এখনও চূড়ান্ত হয়নি।

নাদেল চৌধুরী জানালেন, ডিসেম্বর টুর্নামেন্টের আগেই বিদেশী কোচ চূড়ান্ত করবে বিসিবি। তিনি বলেন, ‘আমরা ডিসেম্বরে কোচ চূড়ান্ত করবো। মেয়েরা মাঠে নামার সঙ্গে সঙ্গে কোচ পেয়ে যাবে। করোনার কারণে কেউ এখন সীমান্ত অতিক্রম করতে চাচ্ছে না। আমরা এমন কাউকে নিয়োগ দিতে চাচ্ছি যিনি দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকতে পারবেন।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়