ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কণ্ঠে শিরোপার হুংকার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৯, ১২ নভেম্বর ২০২০  
কণ্ঠে শিরোপার হুংকার

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের দল নিয়ে তৃপ্ত দুই হাই প্রোফাইল কোচ খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ সালাউদ্দিন। খালেদ মাহমুদ সুজন বেক্সিমকো ঢাকার এবং মোহাম্মদ সালাউদ্দিন গাজী গ্রুপ চট্টগ্রামের দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার ড্রাফট শেষে নিজেদের দল নিয়ে কথা বলেন খালেদ মাহমুদ ও সালাউদ্দিন। দুই হেভিওয়েট কোচই দিয়েছেন শিরোপার হুংকার।

গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ সালাউদ্দিন বলেন, ‘খেলা যেহেতু টি-টোয়েন্টি, ঐ হিসাবেই দল গঠন করা হয়েছে। যারা টি-টোয়েন্টিতে পারফর্ম করে বা টি-টোয়েন্টি বিশেষজ্ঞ তাদের দিকেই আমাদের খেয়াল ছিল বেশি।’

তিনি আরও যোগ করেন, ‘ড্রাফট অনেকটাই ভাগ্যের বিষয়। তবুও আমরা ভালো দল পেয়েছি। অনেক অভিজ্ঞ ক্রিকেটার পেয়েছি, টি-টোয়েন্টি বিশেষজ্ঞও আছে। যারা আমার মনে হয় ম্যাচ উইনার হিসেবে কাজ করবে। আমার কাছে মনে হয় সবদিক বিবেচনা করে দল ভালো হয়েছে।’

এরপরই শিরোপার হুংকার দিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় টুর্নামেন্টটা খুব ভালো হবে। পাঁচটা দলই খুব ভালো, শক্ত হয়েছে। সবাই সমান, আমার কাছে মনে হয় না কেউ কম বেশি। তারপর বাকিটা টুর্নামেন্টে কে কতটুকু ভালো করবে তার উপর নির্ভর করবে। সবাই চায় শিরোপা জিততে। আমরাও শিরোপার জন্যই নামবো।’

এদিকে বেক্সিমকো ঢাকার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘মুশফিক যে রকম ফর্মে আছে বা তার যে নিবেদন... সব ম্যাচ জিততে চায়। এটা আসলে আমাদের সবসময় অন্যভাবে সাহায্য করবে। আমাদের প্রথম পরিকল্পনাই ছিল মুশফিককে নেওয়া।’

তিনি আরও বলেন, ‘আমাদের দলটা অপেক্ষাকৃত তরুণ। অভিজ্ঞ বলতে মুশফিক আছে, রুবেল আছে। আরও দুই একজন হতে পারে, কিন্তু এটা তরুণ দলই বলা যায়।’
‘মাঠে আমাদের প্রয়োগটা যদি ভালো হয়, পরিকল্পনা করে খেলতে পারি তাহলে সুযোগ আসবে। বলব না যে আমরা টুর্নামেন্টের সেরা দল, কাগজে কলমে সেটা বলতে পারবো না। তবে আমি দল নিয়ে খুশি। তরুণ যারা আছে তারা সবাই এক্সাইটিং ক্রিকেটার।’

বাংলাদেশ সাবেক এই ক্রিকেটার ও বর্তমান কোচ আরও যোগ করেন, ‘আমরা শিরোপা জিততে আত্মবিশ্বাসী। ছেলেরা যদি সুযোগটা কাজে লাগাতে পারে এবং নিজেদের দেয়া দায়িত্ব ঠিক মতো পালন করতে পারে তাহলে অবশ্যই আমরা জিততে পারবো। আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই। আপাতত শিরোপার কথা চিন্তা করছি না। কিন্তু আমরা মাঠে কাউকে ছাড় দেব না। শিরোপা জেতাই আমাদের লক্ষ্য।’

ঢাকা/ইয়াসিন/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়