ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতীয় ফুটবলারদের চুক্তির আওতায় আনবে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১০ জুন ২০২১  
জাতীয় ফুটবলারদের চুক্তির আওতায় আনবে বাফুফে

জাতীয় দলের ফুটবলারদের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোনো কেন্দ্রীয় চুক্তি নেই। ক্লাবগুলোর অধীনে থেকেই তারা খেলেন মূলত। এ বার ভিন্ন পথে হাঁটছে দেশের ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।

বৃহস্পতিবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বিভিন্ন  ক্লাবে খেলা জাতীয় দলের চার ফুটবলারের সঙ্গে বৈঠক শেষে ফুটবলারদের বেতনভুক্ত করে কেন্দ্রীয় চুক্তিতে আনার কথা জানান সালাউদ্দিন।

তিনি বলেন, '৩০ জন খেলোয়াড়ের একটা গ্রুপ হবে। সেখানে ১৫ জনের একটা গ্রেড, ১০ জনের একটা গ্রেড এবং ৫ জনের আরেকটা গ্রেড থাকবে। তাহলে তারা জাতীয় দলে খেলতে অনুপ্রাণিত হবে।'

ক্লাবের সঙ্গে চুক্তি থাকলে অনেক সময় ক্লাবগুলো ছাড়তে চায় না ফুটবলারদের। এটা থেকে বের হয়ে আসার জন্যই মূলত বাফুফের এই চিন্তা।

সালাউদ্দিন বলেন, ' ক্লাবগুলোর সঙ্গে ফুটবলারদের জাতীয় দলে খেলা নিয়ে অনেক সমস্যা হয়। তখন আমি চিন্তা করলাম, বাফুফে মেম্বারদের সঙ্গে কথা বললাম, পারিশ্রমিক পদ্ধতি দাঁড় করাতে হবে। ওরা ক্লাব থেকে যেটা পায়, পাক, কিন্তু জাতীয় দলে খেলার জন্য ওদের যদি একটা পারিশ্রমিক দেই, তাহলে ওরা অনুপ্রাণিত হবে।'

 সাদ উদ্দিন, টুটুল হোসেন বাদশা, আশরাফুল ইসলাম, বিশ্বনাথ ঘোষ ও মাহবুবুর রহমান সুফিল সালাউদ্দিনের সঙ্গে বাফুফে ভবনে বৈঠক করেন। বৈঠক শেষে সুবিধার কথাই জানিয়েছেন আশরাফুল রানা।

তিনি বলেন,  'পারিশ্রমিকের ব্যাপারে ক্লাব থেকে আমরা টাকা পাই কিন্তু জাতীয় দল থেকে আমরা তেমন টাকা পাই না। এরকম বেতনের আওতাভুক্ত হলে প্লেয়াররা আর্থিক সুবিধা পাবে সাথে পারফরম্যান্সের ক্ষেত্রেও এটা ভাল হবে, খেলোয়াড়দের আরো দায়িত্ব বেড়ে যাবে।'

ঢাকা/রিয়াদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়