ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিউ জিল্যান্ড কোচের হুংকার, ‘আগুনের জবাব আগুন দিয়েই দিব’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৭ সেপ্টেম্বর ২০২১  
নিউ জিল্যান্ড কোচের হুংকার, ‘আগুনের জবাব আগুন দিয়েই দিব’

নিজেদের মাঠে ৭৬ রানে অলআউটের পর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে থাকবে বাংলাদেশ, এমন ভাবনা কাজ করেছে নিউ জিল্যান্ড শিবিরে। তাইতো চতুর্থ ম্যাচে আরও আগ্রাসী হয়ে খেলার কথা জানালেন অতিথি দলের কোচ গ্লেন পকন্যাল। হুংকার দিলেন, ‘আগুনের জবাব আগুন দিয়েই দিব।’

অস্ট্রেলিয়া সিরিজে ৪-১ ব্যবধানে সাফল্যের পর নিউ জিল্যান্ড সিরিজেও বাংলাদেশ দারুণ শুরু করে। প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ জয়ের পথে এগিয়ে যায়। প্রথম ম্যাচে স্রেফ উড়ে গেলেও দ্বিতীয় ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে তারা। ম্যাচের শেষ বলে যদি অধিনায়ক টম ল্যাথাম ছক্কা হাঁকাতেন তাহলে বিজয়ের পতাকা নিউ জিল্যান্ডই উড়াত। পারফরম্যান্সের ধারাবাহিকতায় নিউ জিল্যান্ড তৃতীয় ম্যাচে জিতে যায় সহজে। বাংলাদেশকে ৭৬ রানে অলআউট করে ম্যাচ জেতে ৫২ রানে। ঘরের মাঠে এমন লজ্জা পাওয়ার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে চাইবে। জবাব দিতে চাইবে শক্তভাবে। সেভাবে নিজেদের প্রস্তুত করছে অতিথিরা।

মিরপুরে আজ (৭ সেপ্টেম্বর) অনুশীলনের ফাঁকে পকন্যাল বলেন, ‘নিজেদের মাঠে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। শুধু আমাদের বিপক্ষেই নয়, সব দলের বিপক্ষে তাদের রেকর্ড দুর্দান্ত। ৭৬ রানে অলআউট হয়ে হারের পর তারা শক্তভাবেই ফিরে আসতে চাইবে। তাদের পাল্টা আক্রমণের জন্য আমরা অবশ্যই প্রস্তুত। আগুনের জবাব আমরা আগুন দিয়েই দিব। আমরা লড়াইয়ের জন্য মুখিয়ে আছি।’

সিরিজ বাঁচিয়ে তা জয়ের সুযোগও তৈরি করেছে নিউ জিল্যান্ড। এর আগে চতুর্থ ম্যাচে জিতে সিরিজে ২-২ সমতা ফেরাতে হবে। তৃতীয় ম্যাচ জিতে নতুন করে আত্মবিশ্বাস পেয়েছেন খেলোয়াড়রা। তবে আপাতত সমতা ফেরানোই একমাত্র লক্ষ্য তাদের। পঞ্চম ম্যাচ নিয়ে সময় এলে ভাবতে চান সফরকারী কোচ, ‘ছেলেরা দারুণ আত্মবিশ্বাসী। একটি জয় ভিন্ন আমেজ নিয়ে এসেছে। আমরা ২-২ করে ফেলতে পারি। সেই সুযোগটি এসেছে। পরে কী হবে সেটা পরে দেখা যাবে। ছেলেরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত আছে।’

দলের নিবেদন ও পরিশ্রমের প্রশংসা করে পকন্যাল যোগ করেন, ‘ছেলেরা কঠোর পরিশ্রম করেছে, নিজেদের মধ্যে বোঝাপড়া করেছে। খেলাটা সেরা নিবেদন দিয়ে খেলতে চেয়েছে। কাজেই সব ঠিকভাবে প্রয়োগ করতে পারায় আমি গর্বিত। ছেলেরা প্রমাণ করেছে সবাই মিলে সবকিছু করলে যে কোনো কিছুই সম্ভব।'

ঢাকা/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়