Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৭ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১১ ১৪২৮ ||  ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারালো ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩২, ২৬ সেপ্টেম্বর ২০২১  
হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারালো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতে চেলসির মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। অপরাজিত চেলসির বিপক্ষে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ছিল সিটির জন্য। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসিকে ১-০ হারিয়ে অন্যদের বার্তা দিয়ে রাখলো স্কাই ব্লুজরা।

৫৩ মিনিটে জটলার মধ্য থেকে নেওয়া শটে জয়সূচক একমাত্র গোলটি করেছেন ম্যানসিটির ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়াল জেসাস। অবশ্য গোল পেয়েছিলেন চেলসির রোমেলু লুকাকুও। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

এই ম্যাচে মাঠে নামার আগে চেলসির কাছে টানা তিন ম্যাচে হেরেছিল পেপ গার্দিওলার শিষ্যরা। যার মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালও ছিল। তবে ব্লুজদের বিপক্ষে হারের বৃত্ত থেকে এবার ঘুরে দাঁড়িয়েছে সিটি।

এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে তাদের। ৬ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে গার্দিওলার দল। সমান ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ১৩ পয়েন্ট করে নিয়ে চেলসি তৃতীয় ও ম্যানচেস্টার ইউনাইটেড আছে চতুর্থ স্থানে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়