ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গলে গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ গুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৫, ১৯ নভেম্বর ২০২১   আপডেট: ০৯:২৩, ১৯ নভেম্বর ২০২১
গলে গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ গুল

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরে গলে গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুল। আগামী ৩ থেকে ২৩ ডিসেম্বর হাম্বানটোটার আর প্রেমাদাসা ও মাহিন্দা রাজাপাকসা স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা।

গত আসরে গলের কোচ ছিলেন আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার মঈন খান। ব্যক্তিগত কারণে পরের আসরে থাকছেন না তিনি। তার জায়গা পূরণ করা হলো গুলকে দিয়ে।

আরো পড়ুন:

প্রথম মৌসুমে গলেকে নেতৃত্ব দেওয়া অলরাউন্ডার শহীদ আফ্রিদিও নেই পরের এলপিএলে।

গুল তার ১৩ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে ৪৭ টেস্ট, ১৪০ ওয়ানডে ও ৬০ টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন যথাক্রমে ১৬৩, ১৭৯ ও ৮৫টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়া একমাত্র বোলার তিনি।

গতবার ফাইনালে খেলেছিল গলে, জাফনা স্ট্যালিয়নসের কাছে হেরে রানার্সআপ হয়। মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ আমির, তাবরাইজ শামসি ও ভানুকা রাজাপাকসাদের নিয়ে গড়া নতুন দলটি এবার শিরোপার আক্ষেপ ঘুচাতে পারে কি না সেটাই দেখার।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়