ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০২২ সাল: ক্রিকেট-ফুটবল বিশ্বকাপসহ ক্রীড়াঙ্গনে যতো আয়োজন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৪, ২ জানুয়ারি ২০২২   আপডেট: ০২:১০, ২ জানুয়ারি ২০২২
২০২২ সাল: ক্রিকেট-ফুটবল বিশ্বকাপসহ ক্রীড়াঙ্গনে যতো আয়োজন

একবিংশ শতাব্দীর আরও একটি নতুন বছর শুরু হয়েছে শনিবার। ২০২১ সালকে বিদায় দিয়ে ক্রীড়াপ্রেমীরা বরণ করে নিয়েছে ২০২২ সালকে। নতুন বছরে রয়েছে আন্তর্জাতিক টুর্নামেন্টের ছড়াছড়ি। আছে ক্রিকেটের তিনটি বিশ্বকাপ। ফুটবলের দুটি বিশ্বকাপ। আছে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, শীতকালিন অলিম্পিক গেমস, অস্ট্রেলিয়ান ওপেনসহ নানা আন্তর্জাতিক টুর্নামেন্ট। চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক আন্তর্জাতিক আয়োজনগুলোর সূচিতে।
 
ক্রিকেট বিশ্বকাপ ৩টি:
২০২২ সালে রয়েছে তিনটি ক্রিকেট বিশ্বকাপ। সেগুলো হলো- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, নারীদের ওয়ানডে বিশ্বকাপ ও পুরুষদে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ:
চলতি মাসের ১৫ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে যুব বিশ্বকাপ। অনূর্ধ্ব-১৯ দলের এই বিশ্বকাপ চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশসহ অংশ নিবে ১৬টি দল।

নারীদের ওয়ানডে বিশ্বকাপ:
মার্চের ৪ তারিখ থেকে নিউ জিল্যান্ডে শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। যা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ:
অক্টোবরের ১৬ থেকে ১৩ নভেম্বর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে সরাসরি খেলবে বাংলাদেশ। এক বছরের মধ্যে অস্ট্রেলিয়ার সামনে সুযোগ রয়েছে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার।

শীতকালিন অলিম্পিক:
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ থেকে চীনের রাজধানী বেইজিংয়ে শুরু হবে শীতকালিন অলিম্পিক গেমস। যদিও এই আসর বয়কট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন-সহ কয়েকটি দেশ। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই গেমস।

কমনওয়েলথ গেমস:
জুলাই মাসের ২৮ তারিখ থেকে ৮ অগাস্ট পর্যন্ত বার্মিংহামে বসছে কমনওয়েলথ গেমসের ২২তম আসর।

এশিয়ান গেমস:
সেপ্টেম্বরের ১০ থেকে ২৫ তারিখ পর্যন্ত চীনের হাংঝৌয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ১৯তম আসর।

ফিফা অনূর্ধ্ব ১৭ নারী বিশ্বকাপ:
অক্টোবরের ১১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ। যদিও গত বছরই এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে সেটি পিছিয়ে দেওয়া হয়েছিল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল:
২০২১-২২ মৌসুমের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। ফেব্রুয়ারি থেকে নকআউট পর্ব শুরু হবে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে ফাইনাল হওয়ার কথা রয়েছে ২৮ মে সেন্ট পিটার্সবার্গের গ্যাজপ্রম অ্যারেনায়। এ ছাড়া ২০২২-২৩ মৌসুমের গ্রুপপর্বের খেলাও রয়েছে এ বছর।

কাতার বিশ্বকাপ-২০২২:
কাতারে চলতি বছরের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। যদিও অন্যান্য বছর জুন-জুলাইয়ে এই বিশ্বকাপ হয়। কিন্তু, সেই সময়ে আয়োজক দেশ কাতারে থাকে অসহনীয় গরম। তাই জুন-জুলাইয়ের পরিবর্তে ফুটবলপ্রেমীরা এবার বিশ্বকাপ উপভোগ করবেন নভেম্বর-ডিসেম্বরে।

এ ছাড়াও...
চলতি বছরের চলতি মাসেই অস্ট্রেলিয়ায় হবে অস্ট্রেলিয়ান ওপেন। ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে করোনার কড়াকাড়ির কারণে অবশ্য বেশ কিছু তারকা খেলোয়াড় অংশ নাও নিতে পারেন।

এ ছাড়া মে-জুন মাসে হবে ফ্রেঞ্চ ওপেন, জুন-জুলাইতে হবে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, আগস্ট সেপ্টেম্বরে হবে ইউএস ওপেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়