ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যেভাবে দলকে আগলে রেখে এগিয়ে নিচ্ছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১১ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:৫৪, ১১ অক্টোবর ২০২২
যেভাবে দলকে আগলে রেখে এগিয়ে নিচ্ছেন সাকিব

ত্রিদেশীয় সিরিজ শুরুর মাত্র একদিন আগে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন সাকিব আল হাসান। ভ্রমণক্লান্তি দূর না হওয়ায় সাকিবের খেলার সুযোগ হয়নি প্রথম ম্যাচে। খেলেছেন নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে। সাকিব ম্যাচে ফিরলেও বাংলাদেশের জয় ভাগ্য ফেরেনি। সিরিজে দুই ম্যাচে দুটিতেই হার বাংলাদেশের।

বাংলাদেশ সময় বুধবার সকালে তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। টানা দুই হারে দলের মনোবল ভালো থাকার কথা না। লড়াইয়ের তেজ পাওয়ার কথা না। কিন্তু অধিনায়ক সাকিব দলকে করেছেন প্রাণবন্ত। প্রত্যেকের সঙ্গে আলাদা কথা বলে, প্রত্যেককে মানসিকভাবে সমর্থন জুগিয়ে চাঙ্গা রাখার চেষ্টায় আছেন সাকিব। যার প্রমাণ মেলে গতকাল এক ছবিতে।

আরো পড়ুন:

তাসকিন ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, সাকিব তার চার সতীর্থ তাসকিন, মোসাদ্দেক, ইয়াসির ও সৌম্যকে নিয়ে ক্রাইস্টচার্চের রাস্তার ঘুরে বেড়াচ্ছেন। আগের রাতেই যে ম্যাচ হেরেছে তার লেশটুকু নেই। ছবিটি নিয়ে বেশ সমালোচনা হলেও সাকিব যে গোটা দলকে একসঙ্গে রেখেছেন তা প্রমাণ পেয়েছে ভালোভাবেই।

এভাবে দলকে আগলে রাখার কাজই তো অধিনায়কের। সাকিব সেই কাজটা করায় জারপরনাই খুশি বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরাম।

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে নিয়ে শ্রীরাম বলেছেন, ‘দলে আবহ বজায় রাখতে দারুণ কাজ করছে সাকিব। সে ছেলেদের বাইরে নিয়ে যাচ্ছে, সবসময় কথা বলছে। আমার মনে হয়, এই দলকে সামনে এগিয়ে নেওয়ার পরিস্কার পরিকল্পনা আছে তার।’

অধিনায়ক সাকিবের উপস্থিতিতে দলের পরিবেশ সুন্দর হয়ে যায়। ব্যাটসম্যান সাকিবের উপস্থিতিতে ইনিংসের মিডল অর্ডারে গতি পায়। এমন সাকিববেই তো দরকার বারবার, ‘সাকিব ফেরায় মিডল অর্ডার দারুণ শক্তিশালী হয়ে গেছে। আফিফ ও লিটন যদি মেলে ধরতে পারে নিজেদের, আমাদের ব্যাটিং অর্ডার দুর্দান্ত হয়ে উঠবে।’ যোগ করেন শ্রীরাম।

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়