ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

শেষ মুহূর্তের গোলে হারলো ওয়ালটন ঢাকা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ২৯ অক্টোবর ২০২২   আপডেট: ২০:৪২, ২৯ অক্টোবর ২০২২
শেষ মুহূর্তের গোলে হারলো ওয়ালটন ঢাকা

হকি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে মেট্রো এক্সপ্রেস বরিশালের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছে ওয়ালটন ঢাকা। শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৫৮ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে শেষ মুহূর্তে গোল হজম করে ২-১ ব্যবধানে হেরে যায় ওয়ালটন।

এদিন প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে হাড্ডাহাড্ডি লড়াই করে ওয়ালটন ঢাকা ও মেট্রো এক্সপ্রেস বরিশাল। যদিও আক্রমণের দিক দিয়েয় এগিয়ে ছিল ওয়ালটন। কিন্তু গোল পায়নি কেউ।

তবে তৃতীয় কোয়ার্টারের শুরুতেই গোল হজম করে ওয়ালটন। ম্যাচের ৩২ মিনিটে মামুনুর রহমান চয়নের নেওয়া শট দ্বীন ইসলাম ইমনের স্টিকে লেগে ওয়ালটনের জালে জড়ায়। তবে বেশিক্ষণ তারা এগিয়ে থাকতে পারেনি। ৩৫ মিনিটেই সমতায় ফেরে ওয়ালটন ঢাকা। এ সময় মোহাম্মদ আব্দুল্লাহর পাস থেকে বল পেয়ে গোল করেন রকিবুল হাসান রকি।

এরপরও যথারীতি চলে হাড্ডাহাড্ডি লড়াই। চতুর্থ কোয়ার্টারের শুরুতে অল্পের জন্য ভাগ্যের শিকে ছিঁড়েনি ওয়ালটন ঢাকার। এ সময় এসভি সুনীলের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। এরপর দুই-দুইবার পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি সাইফুল আজলির শিষ্যরা।

ম্যাচের ৫৮ মিনিটের মাথায় দুর্ভাগ্যক্রমে গোল খেয়ে বসে ওয়ালটন। এ সময় বরিশালের মালয়েশিয়ান ফরোয়ার্ড আখিমুল্লাহ ইসুখ জটলার মধ্যে সুযোগ পেয়ে ফিল্ড গোল করে জয় নিশ্চিত করেন।

দ্বিতীয় ম্যাচে সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় রূপায়ন সিটি কুমিল্লার মুখোমুখি হবে ওয়ালটন ঢাকা। এরপর ২ নভেম্বর রাত পৌনে ৯টায় ওয়ালটন ঢাকার প্রতিপক্ষ একমি চট্টগ্রাম। পরেরদিন সোয়া ৮টায় সাইফ পাওয়ার গ্রুপ খুলনার মুখোমুখি হবে ওয়ালটন ঢাকা। ৫ নভেম্বর সোয়া ৬টায় ওয়ালটন ঢাকা খেলবে মোনার্ক পদ্মার বিপক্ষে।

পরদিন ৭টায় আবার সাইফ পাওয়ার গ্রুপ খুলনার সাথে লড়বে ওয়ালটন। ৮ নভেম্বর ওয়ালটন ঢাকার দ্বিতীয় দফা লড়াই হবে মোনার্ক পদ্মার সাথে। ৯ নভেম্বর সোয়া ৮টায় মেট্রো এক্সপ্রেস বরিশালের সাথে আবার দেখা হবে ওয়ালটন ঢাকার। ১১ নভেম্বর দুপুর সোয়া ২টায় ওয়ালটন ঢাকা ও রূপায়ন সিটি কুমিল্লা আবার মুখোমুখি হবে। আর ১২ নভেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে একমি চট্টগ্রামের সঙ্গে আবার ময়দানি লড়াইয়ে নামবে ওয়ালটন ঢাকা।

লিগপর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল যাবে পরের রাউন্ডে। শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ারে। জয়ী দল যাবে ফাইনালে। হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে। তারা এলিমেনেটর ম্যাচে (তৃতীয়-চতুর্থ দল) জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। ১৪ নভেম্বর হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। আর ১৫ নভেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়