ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামের কাছে হারলো ওয়ালটন ঢাকা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২ নভেম্বর ২০২২   আপডেট: ২২:৪৮, ২ নভেম্বর ২০২২
চট্টগ্রামের কাছে হারলো ওয়ালটন ঢাকা

ম্যাচসেরার পুরস্কার নিচ্ছেন ওয়ালটন ঢাকার এসভি সুনীল

ফ্র্যাঞ্চাইজি হকি লিগ ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ-২০২২’ এর তৃতীয় ম্যাচে বুধবার একমি চট্টগ্রামের মুখোমুখি হয়েছিল ওয়ালটন ঢাকা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে রাতে অনুষ্ঠিত এই ম্যাচ ৩-১ ব্যবধানে হেরে গেছে ওয়ালটন।

এই হারে ৩ ম্যাচ থেকে এক জয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান নিয়েছে ওয়ালটন। অন্যদিকে চার ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট সংগ্রহ করে চট্টগ্রাম অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

আরো পড়ুন:

এদিন ম্যাচের ১৮ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করে চট্টগ্রামকে এগিয়ে নেন তাদের জার্মান খেলোয়াড় পিয়ের হেনরিখস। তবে ২১ মিনিটেই সমতায় ফেরে ওয়ালটন। এ সময় পেনাল্টি কর্নার পায় তারা। পেনাল্টি কর্নার থেকে গোল করেন ওয়ালটন ঢাকার অধিনায়ক ও আইকন খেলোয়াড় মো. আশরাফুল ইসলাম। ৩৬ মিনিটে আরও একটি পেনাল্টি কর্নার পেয়েছিল ওয়ালটন। কিন্তু আশরাফুলের নেওয়া দারুণ শট রুখে দেন চট্টগ্রামের গোলরক্ষক।

৩৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক পায় চট্টগ্রাম। সেখান থেকে তাদের ভারতীয় তারকা দেভিন্দার ভালমিকি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে নেন দলকে। আর ৪৪ মিনিটে ফরহাদ আহমেদ সিটুলের করা দারুণ একটি ফিল্ড গোলে ব্যবধান ৩-১ করে চট্টগ্রাম। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

তবে ম্যাচসেরা হন ওয়ালটন ঢাকার ভারতীয় স্ট্রাইকার এসভি সুনীল। তার হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

আগামীকাল বৃহস্পতিবার (৩ নভেম্বর) আরও একটি ম্যাচ রয়েছে ওয়ালটন ঢাকার। রাত সোয়া ৮টায় সাইফ পাওয়ার গ্রুপ খুলনার মুখোমুখি হবে তারা। এরপর শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় ওয়ালটন ঢাকা খেলবে মোনার্ক পদ্মার বিপক্ষে।

রোববার সন্ধ্যা ৭টায় আবার সাইফ পাওয়ার গ্রুপ খুলনার সাথে লড়বে ওয়ালটন। মঙ্গলবার (৮ নভেম্বর) ওয়ালটন ঢাকার দ্বিতীয় দফা লড়াই হবে মোনার্ক পদ্মার সাথে। বুধবার (৯ নভেম্বর) সোয়া ৮টায় মেট্রো এক্সপ্রেস বরিশালের সাথে আবার দেখা হবে ওয়ালটন ঢাকার। ১১ নভেম্বর দুপুর সোয়া ২টায় ওয়ালটন ঢাকা ও রূপায়ণ সিটি কুমিল্লা আবার মুখোমুখি হবে। আর ১২ নভেম্বর লিগ পর্বের শেষ ম্যাচে একমি চট্টগ্রামের সঙ্গে আবার ময়দানি লড়াইয়ে নামবে ওয়ালটন ঢাকা।

লিগপর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল যাবে পরের রাউন্ডে। শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হবে কোয়ালিফায়ারে। জয়ী দল যাবে ফাইনালে। হেরে যাওয়া দল আরও একটি সুযোগ পাবে। তারা এলিমেনেটর ম্যাচে (তৃতীয়-চতুর্থ দল) জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়বে। ১৪ নভেম্বর হবে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। আর ১৫ নভেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল হবে ১৭ নভেম্বর।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়