ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশ লড়াকু দল, এখানে জেতা সহজ হবে না: রোহিত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ৩ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৮:৩৩, ৩ ডিসেম্বর ২০২২
বাংলাদেশ লড়াকু দল, এখানে জেতা সহজ হবে না: রোহিত

শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে থাকলেও তাদের বেশ ভালোভাবেই জানা আছে, ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে জেতা খুব সহজে হবে না। সবশেষ ২০১৫ সালে মাহেন্দ্র সিং ধোনির দল ওয়ানডে সিরিজ হেরেছিল। ৭ বছর পর ২০২২-এ এবার রোহিত শর্মার নেতৃত্বে বাংলাদেশ সফরে এসেছে ভারত। আগের সেই হারের কথা স্মরণ করে রোহিত জানালেন এখানে জেতা সহজ হবে না।

রোববার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের লড়াই। এই লড়াইয়ে নামার আগে হোম অব ক্রিকেট সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রোহিত। সেখানেই বেশ কয়েকবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে রোহিত জানালেন, বাংলাদেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল। হালকাভাবে নেওয়া যাবে না।

রোহিত বলেন, ‘আমরা তাদের চেনা পরিবেশে খেলব। সব বিভাগেই তারা আমাদের চ্যালেঞ্জ জানাবে বলে প্রত্যাশা করি। তারা অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল, লড়াকু দল। এখানে জিততে হলে আমাদের সেরা খেলাটা নিংড়ে দিতে হবে।’

‘টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ক্লোজ ম্যাচ ছিল। ২০১৫ সালে এখানে সিরিজ হেরেছি। শেষ কয়েক বছর ধরে দল হিসেবে তারা খুব উন্নতি করেছে। আমাদের সেরা খেলাটা খেলতে হবে জয়ের জন্য। এটা আমাদের জন্য সহজ কিছু হবে না’ -আরও যোগ করেন রোহিত।

এখন পর্যন্ত বাংলাদেশ ৩০টি ওয়ানডে ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষে। জয় মাত্র ৫টিতে। তার মধ্যে ৪টি জয়ই দেশের মাটিতে। তাইতো ঘরের মাঠে বাংলাদেশ চ্যালেঞ্জ জানাবে এমনটা বারবার বলছেন রোহিত।

ফিফা বিশ্বকাপের মাঝে হলেও দর্শকের আগ্রহ তুঙ্গে। মাঠেও ঠিক তেমনটা দেখা যাবে। টিকিট নিয়ে হাহাকার। রোহিতও বলেছেন দর্শকদের নিয়ে। কিন্তু বিশ্বজুড়ে অসংখ্য দর্শকের সামনে খেলতে অভ্যস্ত ভারতীয়রা এটা নিয়ে কোনো চাপে নেই।

‘আমরা অনেক দর্শকের সামনে খেলে অভ্যস্ত। বিশেষ করে যখন আমরা ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দেশ সফর করি। তারা সবসময় চায় তাদের দল যাতে জিতুক। সবসময় দলকে সমর্থন করতেই থাকে। এখানেও এমন কিছু হবে। আমি মনে করি এটা আমাদের ছেলেদের চাপে রাখবে না’ -এভাবেই বলছিলেন রোহিত।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়