ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৩০ জানুয়ারি ২০২৩  
অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ

ব্যাটিং কৌশলে পরিবর্তন আনতে কম ঘাম ছোটেনি স্টিভেন স্মিথের। এই হোম সামারের শুরুতে জানিয়ে দেন, ছয় বছরের মধ্যে ক্রিজে এতটা স্বাচ্ছন্দ্যবোধ তার হয়নি। তাতে ব্যাটে ছিল রানের ফুলঝুরি। দারুণ একটি বছরের স্বীকৃতিও পেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সর্বোচ্চ পুরস্কার পেয়ে।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার মেডেল ঝুলেছে তার গলায়। সোমবার রাতে এই পদকটি চতুর্থবার জিতে রিকি পন্টিং ও মাইকেল ক্লার্কের পাশে বসলেন স্মিথ।

আরো পড়ুন:

খেলোয়াড়, আম্পায়ার ও মিডিয়ার ভোটে স্মিথ (১৭১) হারিয়েছেন ট্র্যাভিস হেড (১৪৪) ও ডেভিড ওয়ার্নারকে (১৪১)। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে এই মৌসুমে ৫৫.৩ গড়ে ১৫৪৭ রান করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার অপরাজিত ২০০ রান ছিল ২০১৯ সালের পর টেস্টে সর্বোচ্চ। পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে হোম টেস্টে ১০৪ রান করেন স্মিথ। গত ১২ মাসে টেস্টে তার গড় ছিল ৭১.৯২।

এই অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ওয়ার্নার হয়েছেন বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়। বছরের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হয়েছেন মার্কাস স্টয়নিস।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়