ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেস্ট দলে দিপু-মুশফিক, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ৫ জুন ২০২৩   আপডেট: ১৮:৪৪, ৫ জুন ২০২৩
টেস্ট দলে দিপু-মুশফিক, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

‘দিপুর আন্তর্জাতিক অঙ্গনে খেলার যথেষ্ট সক্ষমতা আছে, মুশফিক হাসানের ধারবাহিকভাবে ভালো বল করার ক্ষমতা রয়েছে’-সদ্য টেস্ট দলে ডাক পাওয়া দুই নতুন মুখকে নিয়ে এভাবেই নিজের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ব্যাটসম্যান শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসানকে রেখে গতকাল আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দুই নতুন মুখকে কেন বিবেচনা করা হয়েছে ক্রিকেটের অভিজাত সংস্করণে?

আরো পড়ুন:

সোমবার (৫ জুন) সংবাদ মাধ্যমে  সেই ব্যাখ্যা দেন প্রধান নির্বাচক, ‘কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু ব্যাটসম্যানকে দেখতে হয়। আমরা মনে করি আন্তর্জাতিক অঙ্গনে ওর (দিপুর) যথেষ্ট সক্ষমতা আছে। এসব টেকনিক্যাল বিষয় বিবেচনা করে নেওয়া হয়েছে। মুশফিক হাসানের ধারবাহিকভাবে ভালো বল করার সক্ষমতা আছে।’

শুধু তাই নয় দিপু-মুশফিক সুযোগ পেলে ভালো করবেন বলে যথেষ্ট আত্মবিশ্বাসী প্রধান নির্বাচক, ‘দুজনই আমাদের এইচপি ইউনিটের কাজ করছে। এইচপিএর প্লেয়ার ওরা। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, লাল বল ক্রিকেটে সুযোগ মেলে ওরা নিজেদের মেলে ধরবে।’

যুব বিশ্বকাপজয়ী দিপু ঘরোয়া ক্রিকেটে খেলছেন দারুণ। ৩৬.১৪ গড়ে ২০টি প্রথম শ্রেণির ম্যাচে তার রান ১২৬৫। সেঞ্চুরি ২টি ও হাফ সেঞ্চুরি ১০টি। ৩৭.০৯ গড়ে লিস্ট ‘এ’তে ৩৬ ম্যাচে রান ১১৫০। লিস্ট ‘এ’তে সেঞ্চুরি-ফিফটি সমান ৩টি করে।

সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ব্যাটিং পারদর্শীতা দেখিয়ে আলোচনায় আসেন দিপু। ২ ম্যাচে দিপুর দুই ফিফটি, এক ইনিংসে ছিলেন ২০ রানে অপরাজিত। এরপরেই আসে জাতীয় দলে সুযোগ।

এদিকে মুশফিকও ‘এ’ দলের হয়ে দারুণ বোলিং করে বিবেচনায় আসেন। প্রথম শ্রেণির ক্রিকেটে খেলছেন দুর্দান্ত। ১৩ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন এই পেসার। আছে তিনটি ফাইফার। আর লিস্ট ‘এ’তে সমান ম্যাচে নিয়েছেন ১৫ উইকেট। সবমিলিয়ে এই ডানহাতি পেসারের উপর ভরসা রেখেছেন নির্বাচকরা।

১৪ জুন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রধান নির্বাচক আশা করছেন বাংলাদেশ তাদের সেরা ক্রিকেটটাই খেলবে।

‘একটা টেস্ট ম্যাচ আমাদের আফগানিস্তানের সঙ্গে। ভেরি চ্যালেঞ্জিং কন্ডিশন। এখন যথেষ্ট গরম। সব কিছু মিলিয়ে সর্বোচ্চ সেরা দল আমরা দাঁড় করিয়েছি। আমরা আশা করছি, আফগানিস্তানের বিপক্ষে আমরা সেরা  ক্রিকেটটাই খেলব’ -এভাবেই বলেছেন নান্নু।

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়