ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপিএল টিকিট: সর্বনিম্ন ২০০ টাকায় ২ ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৫ জানুয়ারি ২০২৪  
বিপিএল টিকিট: সর্বনিম্ন ২০০ টাকায় ২ ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের পর্দা উঠবে আগামী ১৯ জানুয়ারি। সাত দল নিয়ে এবার অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দেশের একমাত্র টি-টোয়েন্টি প্রতিযোগিতার আসর। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে ৪৩ দিনে মোট ৪৬ ম্যাচ হবে।

ঢাকা পর্বের ম্যাচগুলোর জন্য স্টেডিয়ামের টিকিটের দাম প্রকাশ করেছে আয়োজকরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিদিন হবে ২টি করে ম্যাচ। ফলে এক টিকিটেই দুটি ম্যাচ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমিরা। সর্বনিম্ন ২০০ টাকায় মিলবে ইস্টার্ন গ্যালারির টিকিট। স্বশরীরে ও অনলাইনে দুইভাবেই টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট কেনা যাবে ১৭ জানুয়ারি থেকে। ম্যাচ ডে’র আগের দিন সেই টিকিট সংগ্রহ করা যাবে স্টেডিয়ামের পাশের নির্দিষ্ট বুথ থেকে।

আরো পড়ুন:

এছাড়া টিকিট কেনা যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে।  সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত বিক্রি হবে টিকিট।

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১৫০০ টাকায়। এছাড়া ক্লাব হাউজ ৮০০, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৪০০ টাকায়।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়