ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

টেস্ট দলে তাওহীদ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ২০ মার্চ ২০২৪  
টেস্ট দলে তাওহীদ

তাওহীদ হৃদয়

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে মুশফিকুর রহিমের জায়গায় কে খেলবেন, সে সিদ্ধান্ত নিতে সময় নিয়েছিলেন জাতীয় দলের নির্বাচকেরা। বৃদ্ধাঙ্গুলির চোটে মুশফিক ছিটকে গেছেন টেস্ট স্কোয়াড থেকে। এ খবর গতকাল মঙ্গলবার দিয়েছে বিসিবি। বুধবার (২০ মার্চ) বিসিবি জানিয়েছে, মুশফিকের জায়গায় টেস্ট দলে নেওয়া হয়েছে তাওহীদ হৃদয়কে। ফলে, প্রথমবার জাতীয় টেস্ট দলের স্কোয়াডে ডাক পেলেন তাওহীদ। 

শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৩ বছর বয়সী তাওহীদ ৩০ ওয়ানডে এবং ১৪ টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ার খুব বড় নয়। ১৪ ম্যাচ খেলেছেন। সেখানে তার ব্যাটিং গড় ৪৮.০৫। 

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের ফিল্ডিংয়ের সময় তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে বৃদ্ধাঙ্গুলিতে চোট পান মুশফিক। তাৎক্ষণিকভাবে ফিজিওর শুশ্রূষায় টেপ প্যাঁচিয়ে ফিল্ডিং করেন তিনি। পরবর্তীতে ব্যাট হাতেও জয়ে রাখেন বড় অবদান। ৩৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। 

পরে ফিজিও বায়েজিদ ইসলাম বিবৃতিতে জানান, ঢাকায় এক্সরে করানো হলে মুশফিকের আঙুলে ভাঙন ধরা পড়ে। কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ লাগবে ঠিক হতে। 

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাশ, মুমিনুল হক, তাওহীদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।

ইয়াসিন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়