ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রিমিয়ার লিগ থেকে ছুটিতে লিটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৭ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:১৬, ৭ এপ্রিল ২০২৪
প্রিমিয়ার লিগ থেকে ছুটিতে লিটন

একেবারে ‘আউট অব ফর্ম’ বলতে যা বুঝায় লিটন কুমার দাস সেই সময়টাই পাড় করছেন। কঠিন এ সময়টায় তাকে বিশ্রাম দেওয়ার কথাই বলছিল ক্রিকেট সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি থাকায় এই সময়টা ডানহাতি ব্যাটসম্যান কাজে লাগালেন ভালোভাবে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগ থেকে ছুটি নিয়েছেন লিটন। তার দল আবাহনী লিমিটেডও তার ছুটি মঞ্জুর করেছে। দলের কোচ খালেদ মাহমুদ সুজন রাইজিংবিডিকে এ খবর নিশ্চিত করেছেন।

গতকাল প্রিমিয়ার লিগে নবম রাউন্ডের ম্যাচে জয় পায় আবাহনী। লিগে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। শিরোপাধারীরা আরেকটি শিরোপার লড়াই একটু একটু করে এগিয়ে যাচ্ছে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর  লিটন আকাশী-নীল শিবিরের হয়ে একটি ম্যাচ খেললেও সেখানেও পারফর্ম করতে পারেননি। পরে টেস্টের জন্য আবার চলে গেলেও সাদা পোশাকেও তার ব্যাটে ছিল রান খরা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে শান্ত, জাকির, জয়, শাহাদাতরা লিগে যোগ দিলেও লিটনকে পাওয়া যায়নি।

আরো পড়ুন:

খোঁজ নিয়ে মেলে তার খবর। খালেদ মাহমুদ বলেছেন, ‘লিটন ছুটি চেয়েছিল। তার সময়টা ভালো যাচ্ছে না বলেই হয়তো একটা বিরতি প্রয়োজন। ও হয়তো নিজেও বিষয়টা বুঝতে পেরেছে। আমরা তাকে আটকাইনি কেননা হি ইজ আওয়ার বেস্ট ক্রিকেটার, বেস্ট ওপেনার (কারণ, সে আমাদের সেরা ক্রিকেটার, সেরা ওপেরার)। এখানে খেলে পারফর্ম না করলে আরও বিমর্ষ হয়ে যেত। এর চেয়ে ও ফ্রেশ হয়ে ফিরুক। আবাহনীর হয়ে পারফর্ম করুক এবং জাতীয় দলে ওই ছন্দটা নিয়ে যাক এটাই আমাদের চাওয়া ছিল। হি উইল ডেফিনেটলি কাম ব্যাক (অবশ্যই সে দারুণভাবে ফিরে আসবে)।’

প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগের শেষ দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না। ঈদের পর সুপার লিগ শুরু হবে দলে ফিরবেন বলে জানা গেছে। ছুটিটা খুব লম্বা না হলেও কার্যকরী হবে এমনটাই মনে করছেন আবাহনীর কোচ।

ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়