ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

২২ এপ্রিল ফিরছেন হাথুরুসিংহে

জিম্বাবুয়ে সিরিজে প্রস্তুত করা হবে বিশ্বকাপের ‘বিকল্প’ ক্রিকেটার 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ১৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:২৬, ১৬ এপ্রিল ২০২৪
জিম্বাবুয়ে সিরিজে প্রস্তুত করা হবে বিশ্বকাপের ‘বিকল্প’ ক্রিকেটার 

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্বাচকরা নিজেদের মধ্যে প্রাথমিক আলাপ সেরে নিলেও এখন অপেক্ষায় আছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের। যিনি শ্রীলঙ্কা সিরিজের মাঝে জরুরি পারিবারিক কাজে অস্ট্রেলিয়া যান। 

২২ এপ্রিল হাথুরুসিংহে ঢাকায় পা রাখবেন। রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ। হাথুরুসিংহে ফিরলে আসন্ন জিম্বাবুয়ে সিরিজ, যুক্তরাষ্ট্র সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠেনের প্রক্রিয়ায় বৈঠকে বসবেন তিন নির্বাচক। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর বোন মারা যাওয়ায় বৈঠকে কিছুটা বিলম্ব হয়।

রাইজিংবিডিকে মুঠোফোনে নির্বাচক প্যানেলের এক সদস্য বলেন, ‘আমরা নিজেরা প্রাথমিক আলাপ সেরেছি। তবে ঈদের পর এখনো আমরা বৈঠক করতে পারিনি। আমরা নিজেরা বসবো দুয়েক দিনের মধ্যে। এরপর কোচ ফিরলে তার সঙ্গে বসে বিষয়গুলো চূড়ান্ত করবো।’ 

গতকাল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কথা বলেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও নির্বাচক হান্নান সরকারের সঙ্গে। ঢাকা লিগের ম্যাচ শেষে জালাল ইউনুসের কক্ষে লম্বা সময় ধরে আলোচনা করেন তারা। এ ছাড়াও আফিফ হোসেনকে ঢেকে নিয়েও কথা বলেছেন তারা। 

আপাতত ভাবনায় জিম্বাবুয়ে সিরিজ। মে’তে দলটির বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ দল গঠনের প্রক্রিয়া শুরু হবে এই সিরিজ থেকেই। জিম্বাবুয়ের বিপক্ষে সেরা দল খেলাতে চায় বিসিবি। পরীক্ষা-নিরীক্ষা করাতে রাজি নন নির্বাচকরা। তবে নজর থাকবে বিশ্বকাপের বিকল্প ক্রিকেটার তৈরিতে। 

সেই ব্যাখ্যাও দিয়েছেন এক নির্বাচক, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষায় যাবো না। তবে বিশ্বকাপে কেউ ইনজুরিতে পড়লে তার বিকল্প তৈরি ক্রিকেটার যেন প্রস্তুত থাকে সেটি আমাদের ভাবনায় আছে। যেহেতু পাঁচ ম্যাচ সিরিজ সেটি যাচাই করে দেখার সুযোগ আছে আমাদের সামনে।’

জিম্বাবুয়ে সিরিজের জন্য মোস্তাফিজুর রহমানকেও আইপিএলের পুরো মৌসুম খেলার অনাপত্তিপত্র দেওয়া হয়নি। এক ম্যাচ বাড়তি খেলার অনুমতি দিলেও জিম্বাবুয়ে সিরিজের আগেই তাকে আসতে হবে। এতেই স্পষ্ট যে, বোর্ড পূর্ণ শক্তির দল নিয়ে খেলাতে চায়। সঙ্গে ভাবনায় থাকা বিকল্প ক্রিকেটারদেরও দেখা হতে পারে। 

জিম্বাবুয়ে সিরিজ শেষে বাংলাদেশ উড়াল দেবে যুক্তরাষ্ট্রে। তাদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। এরপর অংশ নেবে বিশ্বকাপে। 

এদিকে ইনজুরিতে থাকা সৌম্য সরকার রানিং শুরু করেছেন পুরোদমে। শ্রীলঙ্কা সিরিজে পাওয়া চোটের কারণে আসন্ন জিম্বাবুয়ে সিরিজে শঙ্কায় ছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। আপাতত সেই শঙ্কা কেটে গেছে। সৌম্য ছাড়াও ফর্ম হারিয়ে ধুঁকতে থাকা লিটন দাস ব্যাটিং অনুশীলন করেন আজ। তিনি ঈদের আগে ঢাকা লিগ থেকে ছুটি নিয়েছিলেন। 

ঢাকা/রিয়াদ/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়