ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ ঘোষণা, নেই সরফরাজ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১৯ আগস্ট ২০২৪   আপডেট: ২০:৫০, ১৯ আগস্ট ২০২৪
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ ঘোষণা, নেই সরফরাজ

বুধবার (২১ আগস্ট) থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। আজ সোমবার এই টেস্টের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে একাদশে রাখা হয়নি অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে। তার জায়গায় এসেছেন মোহাম্মদ রিজওয়ান।

আব্দুল্লাহ শফিকের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন সাইম আইয়ুব। বাবর আজম ব্যাট করবেন চার নম্বরে।

আরো পড়ুন:

গুঞ্জন রয়েছে, রাওয়ালপিন্ডির পিচ পেস বোলিংবান্ধব হবে। সেজন্য চারজন পেসার নিয়ে মাঠে নামবে পাকিস্তান। তাদের পেস আক্রমণকে নেতৃত্বে দিবেন শাহীন আফ্রিদি। তার সঙ্গে থাকবেন নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শাহজাদ।

সেজন্য দলে বিশেষজ্ঞ কোনো স্পিনার রাখা হয়নি। সহ-অধিনায়ক সৌদ শাকিল ও সালমান আলী আগা প্রয়োজন পড়লে হাত ঘুরাবেন। পাকিস্তান আক্রমণাত্মক টেস্ট খেলে দুটিতেই জয় তুলে নেওয়ার পরিকল্পনা এঁটেছে।

প্রথম টেস্টে পাকিস্তানের একাদশ:
আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল (সহ-অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলী।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়