ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

‘প্রত্যেক ম্যাচ জেতার জন্য খেলবো’- ভারত যাওয়ার আগে শান্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:১৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪
‘প্রত্যেক ম্যাচ জেতার জন্য খেলবো’- ভারত যাওয়ার আগে শান্ত

ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে উড়াল দিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ভারতগামী বিমানে ওঠার আগে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন তারা প্রত্যেক ন্যাচ জেতার জন্য খেলবেন। 

‘এটা একটা সুযোগ। প্রত্যেকে ম্যাচ জেতার জন্য খেলব। সুযোগ থাকবে জেতার। কিন্তু যেটা বললাম আগে এত লম্বা চিন্তা না করে শক্তি অনুযায়ী যেন ভালো ক্রিকেট খেলতে পারি পাঁচদিন। এটা গুরুত্বপূর্ণ।’

আজ রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের চীপকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। 

আরো পড়ুন:

পাকিস্তানকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। তবে শান্ত মাটিতেই রাখছেন পা। ভারতের মাটিতে যে অনেক চ্যালেঞ্জ হবে সেটাও বলছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা অবশ্যই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং সিরিজ হতে যাচ্ছে।’

পাকিস্তান সিরিজকে অনুপ্রেরণায় নিয়ে লড়তে চান তারা, ‘তবে একটা ভালো সিরিজের পর অবশ্যই একটা বাড়তি আত্মবিশ্বাস দলের ভেতর আছে, দেশের মানুষের মধ্যেও সেটা আছে। প্রত্যেক সিরিজই একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলব।’

নতুন মুখ হিসেবে জাকের আলী অনিকসহ  ১৬ সদস্যের দল যাচ্ছে ভারতে। পাকিস্তানে খেলা পেসার শরিফুল ইসলাম ইনজুরির কারণে এই সিরিজে নেই দলে। তার জায়গায় পেসার কমিয়ে একজন ব্যাটার নিয়েছে বাংলাদেশ। 

একমাত্র সাকিব আল হাসান দলের সঙ্গে যাচ্ছেন না। তিনি লন্ডন থেকে সরাসরি যোগ দেবেন ভারতে। সাকিবের কাছে প্রত্যাশা নিয়ে শান্ত বলেন, ‘আগে যা প্রত্যাশা করতাম তাই করছি। প্রস্তুতি উনার ভালোই হয়েছে, বোলিংটা। যদিও ব্যাটিংয়ে রান করতে পারেননি। কিন্তু প্রস্তুতি ভালো হয়েছে উনার। এই সিরিজে আশা করি ভালো করবেন।’

ঢাকা/রিয়াদ/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়