ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৭ অক্টোবর ২০২৪   আপডেট: ০৯:৪৪, ৭ অক্টোবর ২০২৪
আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা

বৈশ্বিক ফুটবলে চোটের মিছিল চলছেই। একের পর এক চোটে ছিটকে যাচ্ছেন তারকারা। সেই দল এবার ভারী করলেন পাওলো দিবালা। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের জন্য দলে ডাক পেয়েছিলেন দিবালা। তবে মাঠে নামার আগেই ছিটকে যেতে হলো রোমা তারকাকে।

দিবালার চোটের খবর যদিও আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে বিভিন্ন গণমাধ্যমের খবর, রোমার হয়ে অনুশীলনের সময় শনিবার পেশিতে চোট পেয়েছেন এই উইঙ্গার। দিবালার আগে চোটের কারণে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস।

আরো পড়ুন:

এই দুইজনের বদলি হিসেবে এখনও কাউকে ডাকেনি আর্জেন্টিনা। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, কেবল একজনকেই দলে নিতে পারে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা।

আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর ঘরের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৮ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ১০ দলের তালিকায় শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভেনেজুয়েলা ছয়ে, ৯ পয়েন্ট নিয়ে বলিভিয়া আটে আছে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়