পিছিয়ে পড়েও জিতলো ম্যানইউ
উয়েফা ইউরোপা লিগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর, ২০২৪) রাতে পিছিয়ে পড়েও জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। চেক প্রজাতন্ত্রের চ্যাম্পিয়ন ক্লাব ভিক্টোরিয়া পালজেনকে হারিয়েছে ২-১ গোলে। এই জয়ে ৬ ম্যাচ খেলে ৩টিতে জিতে ও ৩টিতে ড্র করে ১২ পয়েন্ট নিয়ে রেড ডেভিলসরা আছে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। শীর্ষে থাকা লাৎজিওর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৪।
ভিক্টোরিয়ার মাঠে প্রথমার্ধে অবশ্য কোনো গোল হয়নি। বিরতির পর পরই এগিয়ে যায় চেক প্রজাতন্ত্রের ক্লাবটি। ৪৮ মিনিটে পাভেল সুলসের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ে শটে জালে জড়ান ভিক্টোরিয়ার মাতেজ ভাইদ্রা। অবশ্য ৬২ মিনিটে সমতা ফেরায় ম্যানইউ। এ সময় রাসমাস হজলুন্ড খুব কাছ থেকে বাম পায়ের শটে বল জালে পাঠান।
শেষ মুহূর্তে (৮৮ মি.) রাসমাস জোড়া গোল পূর্ণ করে এগিয়ে নেন দলকে। এ সময় কর্নার পায় ম্যানইউ। কর্নার থেকে ব্রুনো ফার্নান্দেজের বাড়িয়ে দেওয়া বল পেয়ে বাম পায়ের শটে নিশানাভেদ করেন রাসমাস। তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
ঢাকা/আমিনুল