ঢাকা     শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১২ ১৪৩১

বর্ডার-গাভাস্কার ট্রফি

ব্রিসবেনে বৃষ্টি বাগড়া, বিনা উইকেটে দিন পার অস্ট্রেলিয়ার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৪ ডিসেম্বর ২০২৪  
ব্রিসবেনে বৃষ্টি বাগড়া, বিনা উইকেটে দিন পার অস্ট্রেলিয়ার

ব্রিসবেন টেস্ট শুরুর আগে বৃষ্টির আশঙ্কা নিয়ে কিছু শোনা যায়নি। তবে প্রথম দিন সকাল থেকেই দুই দলের মহারণে দাপট দেখিয়েছে বৃষ্টি। ফলে খেলা হয়েছে মাত্র ১৩.২ ওভার। তাতে আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৮ রান নিয়ে দিন পার করে দিয়েছে অস্ট্রেলিয়া। অপরাজিত থেকে দ্বিতীয় দিন ব্যাটিং করতে নামবেন খাজা (১৯) ও ম্যাকসুয়েনি (৩)।

ব্রিসবেনের আকাশ সকাল থেকেই ছিল মেঘলা। আবহাওয়ার অবস্থা দেখে টস জিতে বোলিং নিতে দ্বিতীয়বার ভাবেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে তাদের সব পরিকল্পনা ভাসিয়ে নিয়েছে বৃষ্টি। ৫.৩ ওভার খেলা হতেই প্রথম দফায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। 

কিছুক্ষণ পর বৃষ্টি থামলে আবারও খেলা শুরু হয়। দ্বিতীয় দফায় খেলা হয় ৭.৫ ওভার। এরপর আবার শুরু হয় বৃষ্টির রসিকতা। এই যাত্রায় আর থামাথামির নাম নেই। ফলে দুই দফা মিলিয়ে ১৩.২ ওভার খেলা হয়েছে। এই সময়ে অবশ্য অস্ট্রেলিয়ার দুই ওপেনারের কোনো পরীক্ষা নিতে পারেননি জাসপ্রীত বুমরাহ ও মোহাম্মাদ সিরাজ।

আরো পড়ুন:

অস্ট্রেলিয়া ও ভারত দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন স্কট বোল্যান্ড। ভারত এনেছে দুটি পরিবর্তন। পেসার হার্শিত রানার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন আকাশ দীপ। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় ফিরেছেন রবীন্দ্র জাদেজা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়