ঢাকা     বুধবার   ২৬ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৩ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা অক্ষুন্ন রাখলেন সিনার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৩, ২৬ জানুয়ারি ২০২৫  
অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা অক্ষুন্ন রাখলেন সিনার

অস্ট্রেলিয়ার ওপেনের শিরোপা অক্ষুন্ন রাখলেন ইতালিয়ান টেনিস সেনসেশান জানিক সিনার। আজ রবিবার (২৬ জানুয়ারি, ২০২৫) মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে আলেকজান্ডার জারেভকে সরাসরি ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-৩ সেটে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্যান্ডস্লাম জিতে নেন সিনার। প্রমাণ করেন কেন তিনি বিশ্বের নাম্বার ওয়ান। জারেভ তার বিপক্ষে একটিও ব্রেক পয়েন্ট পাননি।

এর মধ্য দিয়ে সপ্তম কোনো টেনিস তারকা হিসেবে ক্যারিয়ারের প্রথম তিনটি গ্র্যান্ডস্লামের ফাইনাল হারলেন জার্মানির তারকা জারেভ। এর আগে ২০২০ সালে ইউএস ওপেন ও ২০২৪ সালে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরেছিলেন ২৭ বছর বয়সী জারেভ।

ম্যাচ শেষে সিনার বলেছেন, ‘‘এটা আমার জন্য অবিশ্বাস্য একটি টুর্নামেন্ট ছিল। আশা করছি এভাবেই আমি খেলে যেতে পারব।’’

আরো পড়ুন:

তিনটি ফাইনাল হেরে হতাশ জারেভ বলেছেন, ‘‘ট্রফির ঠিক পাশে দাঁড়িয়ে থাকাটা কষ্টকর। আমি এবার আরও বেশি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু জানিক অত্যন্ত ভালো খেলেছে। এটা স্বীকার করতেই হবে।’’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়