ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের পতাকা না রাখার ব্যাখ্যা দিলো পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৫
স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের পতাকা না রাখার ব্যাখ্যা দিলো পাকিস্তান

লাহোরের গাদ্দাফি, রাওয়ালপিন্ডি ও করাচি জাতীয় স্টেডিয়ামের ছাদে সারি সারি পতাকা। সেখানে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে যাওয়া সবগুলো দেশের পাতাকা থাকলেও নেই ভারত ও বাংলাদেশের। এমন ছবি ও ভিডিও ভাইরাল হয়। তাতে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে মনে করছেন ভারত সেখানে খেলতে না যাওয়ায় ক্ষোভের বশবর্তী হয়ে পাকিস্তান পাতাক না টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে। যেটা ক্রিকেট খেলার সঙ্গে যায় না।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কেন ভারতের পাতাকা টাঙানো হয়নি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতি দিয়ে পিসিবি জানায়, আপনারা জানেন ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে ভারত আসছে না পাকিস্তানে। সেক্ষেত্রে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির জাতীয় স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে কেবল সেসব দেশের পতাকা টাঙানো হয়েছে যারা সেখানে খেলবে।

তাহলে বাংলাদেশের পাতাকা কেন রাখা হয়নি? সে বিষয়ে পিসিবির পক্ষ থেকে বলা হয়, প্রথমত, ভারত দল তাদের সবগুলো ম্যাচ খেলবে দুবাইতে। দ্বিতীয়ত, বাংলাদেশ এখনও পাকিস্তানে এসে পৌঁছায়নি। তারা তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে দুবাইতে। সে কারণে অন্যান্য দেশের পাশে বাংলাদেশের পতাকাও টাঙানো হয়নি। এ পর্যন্ত যেসব দল পাকিস্তানে এসে পৌঁছেছে কেবল তাদের পতাকাই টাঙানো হয়েছে।

আরো পড়ুন:

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও নিউ জিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ এর।

 

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়