ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন লোকি ফার্গুসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫  
চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন লোকি ফার্গুসন

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫)। উদ্বোধনী দিনেই পাকিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। তার আগে দুঃসংবাদ পেল ২০০০ সালের চ্যাম্পিয়নরা। তাদের তারকা পেসার লোকি ফার্গুসন ছিটকে গেছেন এবারের আসর থেকে। পায়ের ইনজুরির কারণে তার আর খেলা হচ্ছে না আইসিসির এই মর্যাদাকর ইভেন্টে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিউ জিল্যান্ড। সেই ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন ফার্গুসন। এই ঘটনার পর তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। ঘোষণা করা হয় তার বদলি খেলোয়াড়ের নাম। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তার পরিবর্তে খেলবেন কাইল জেমিসন। যিনি সবশেষ ২০২৩ সালে খেলেছিলেন ওয়ানডে ক্রিকেট।

আরো পড়ুন:

এর আগে ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন ব্ল্যাক ক্যাপসদের আরেক পেসার বেন সিয়ার্স। এবার ফার্গুসনকেও হারালো তারা।

ফার্গুসনের বিষয়ে নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘‘লোকির জন্য খুব খারাপ লাগছে। তার জন্য আমরা সত্যিই হতাশ। আমাদের বোলিং গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ ছিল লোকি। যার রয়েছে বড় বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা। এবং আমরা জানি চ্যাম্পিয়নস ট্রফির মতো একটি টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করতে কতোটা মুখিয়ে ছিল সে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি শিগগিরই সে দারুণ ছন্দ নিয়ে ফিরে আসবে।’’

তার বদলি কাইল জেমিসনের বিষয়ে স্টিড বলেছেন, ‘‘কাইলের বলে যথেষ্ট পেস ও বাউন্স রয়েছে। পাকিস্তানের কন্ডিশনে যেটা খুব কাজে লাগবে। ঘরোয়া ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটে সে কতোটা কার্যকর হতে পারে সেটা দেখিয়েছে।’’

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়