ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাম নবমীর জন্য নিরাপত্তাহীনতায় আইপিএলের ম্যাচ!

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৬, ২০ মার্চ ২০২৫  
রাম নবমীর জন্য নিরাপত্তাহীনতায় আইপিএলের ম্যাচ!

রাম নবমীর জন্য পিছিয়ে যেতে পারে কলকাতা নাইট রাইডার্স-লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি জানান, এই বিষয়ে তারা বিসিসিআইকে চিঠি দিয়েছে। সেদিন পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে না। তাই ৬৫ হাজার দর্শক সামলানো সম্ভব নয়। ম্যাচের দিন পরিবর্তনের আবেদন জানিয়ে বোর্ডকে চিঠি দিয়েছে সিএবি।

ম্যাচটি ৬ এপ্রিল ইডেনে হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন রাম নবমী। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, নির্দিষ্ট দিন ম্যাচ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।

আরো পড়ুন:

রাম নবমী উপলক্ষে সেদিন শহরে একাধিক ব়্যালি বেরোবে। ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার (১৮ মার্চ) এই নিয়ে পুলিশের সঙ্গে বৈঠকে বসেন সিএবির কর্তারা। পুলিশের পক্ষে থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, সেদিন ম্যাচের জন্য পর্যাপ্ত পুলিশ দেওয়া সম্ভব নয়।

তারপরই পুরো পরিস্থিতি বিসিসিআইকে জানানো হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কিছুটা সময় আছে। স্নেহাশিস গাঙ্গুলি বলেন, ‘‘পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সেদিন তারা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে পারবে না। পুলিশ ছাড়া ৬৫ হাজার দর্শক নিয়ে ম্যাচ করা সম্ভব নয়। আমরা সেটা বিসিসিআইকে জানিয়েছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখনও সময় আছে।’’

প্রসঙ্গত, আগের বছরও রাম নবমীর দিন কলকাতায় কেকেআরের ম্যাচ পড়েছিল। কিন্তু শেষপর্যন্ত ম্যাচের দিন পরিবর্তন করা হয়। আপাতত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছে ইডেন। কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে আইপিএলের ঢাকে কাঠি পড়বে। তার আগে ৩৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করতে পারেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল।

ঢাকা/সুচরিতা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়