ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিয়াল মাদ্রিদে ‘নতুন ১০’: এমবাপ্পের কাঁধে কিংবদন্তির জার্সির ভার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২৩ জুলাই ২০২৫  
রিয়াল মাদ্রিদে ‘নতুন ১০’: এমবাপ্পের কাঁধে কিংবদন্তির জার্সির ভার

সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। কিলিয়ান এমবাপ্পে যিনি ইতোমধ্যে রিয়াল মাদ্রিদে নিজের অস্তিত্ব জানান দিয়েছেন দুর্দান্ত গোলবন্যা দিয়ে। এবার পাচ্ছেন আরও এক বড় সম্মান। রিয়াল মাদ্রিদের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।

সাম্প্রতিক এক প্রতিবেদনে ফুটবলভিত্তিক খ্যাতনামা ওয়েবসাইট ইএসপিএন জানায়, রিয়ালের পরবর্তী মৌসুমে এমবাপ্পে মাঠে নামবেন সেই ‘ম্যাজিক নম্বর ১০’ পরে। যেটা আগে ছিল লুকা মদ্রিচের দখলে।

আরো পড়ুন:

১৩ বছরের গৌরবময় পথচলার পর রিয়াল ছাড়েন ক্রোয়েশিয়ান কিংবদন্তি মদ্রিচ। তার বিদায়ের পরই জার্সিটি হয় এমবাপ্পের জন্য উন্মুক্ত। জানা গেছে, ক্লাব কর্তৃপক্ষ শুরু থেকেই এমবাপ্পের জন্য এই নম্বরটি তুলে রাখার পরিকল্পনায় ছিল। এমনকি মদ্রিচ থেকে গেলে এমবাপ্পে তার আগের ৯ নম্বর নিয়েই খেলার জন্য রাজি ছিলেন।

ফ্রান্স জাতীয় দলের জার্সিতে বহুদিন ধরেই ১০ নম্বর পরে খেলছেন এমবাপ্পে। রিয়ালেও সেই জার্সি পরে নামতে পারাটা তার জন্য ব্যক্তিগত ও প্রতীকি গুরুত্ব বহন করে।

রিয়ালে নিজের প্রথম মৌসুমটা স্ট্যাটিস্টিক্সের বিচারে অসাধারণ কেটেছে এমবাপ্পের। লা লিগায় ৩১ গোল করে তিনি মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে করেন ৩৫ গোল। যা রোনালদোর রিয়াল অভিষেকের (৩৩ গোল) রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

চারটি গুরুত্বপূর্ণ ফাইনালে গোল পেয়েছেন এই ফরাসি তারকা। উয়েফা সুপার কাপে আটালান্টার বিপক্ষে, ইন্টারকন্টিনেন্টাল কাপে পাচুকার বিপক্ষে এবং কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের এল ক্লাসিকোতেও। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনোটিতেই শেষ হাসি হাসতে পারেনি রিয়াল।

লা লিগায় বার্সেলোনার কাছে পয়েন্ট টেবিলে পিছিয়ে থেকে শেষ করতে হয়েছে মৌসুম। চ্যাম্পিয়নস লিগেও কোয়ার্টার ফাইনালেই আর্সেনালের কাছে হেরে বিদায় নিতে হয়েছে। এমনকি ক্লাব বিশ্বকাপেও গ্রুপপর্বে অসুস্থতার কারণে খেলতে পারেননি এমবাপ্পে। পরের দিকে খেললেও সেমিফাইনালে সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে ৪-০ গোলের বড় হার হজম করে বিদায় নিতে হয় রিয়ালকে।

রিয়ালের ১০ নম্বর জার্সি শুধু একটা সংখ্যা নয় এটা এক ইতিহাস, এক দায়। এই জার্সির ওজন বহন করেছেন মদ্রিচের মতো কিংবদন্তিরা। এবার সেই ভার এসে পড়েছে এমবাপ্পের কাঁধে। প্রথম মৌসুমে ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কাড়লেও, রিয়ালের মত ক্লাবের মূল প্রত্যাশা থাকে ট্রফি ঘরে তোলা।

এমবাপ্পে কি পারবেন দ্বিতীয় মৌসুমে এই চাপ সামলে দলকে শিরোপা এনে দিতে? নাকি ব্যক্তিগত অর্জনের গণ্ডিতেই আটকে থাকবেন তিনি?

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়