পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সূচনা হলো বাংলাদেশের স্বপ্নময় জয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে যেন ইতিহাসের নতুন পাতায় লিখে গেলেন নিগার সুলতানারা। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৭ উইকেটের দাপুটে জয় উপহার দিলেন লাল-সবুজের মেয়েরা।
পাকিস্তান টসে জিতে ব্যাটিং বেছে নিলেও বাংলাদেশি বোলারদের আগুনে আঘাতে ৩৮.৩ ওভারের বেশি টিকতে পারেনি তারা। ১২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেই ছোট লক্ষ্যও শুরুতে বাংলাদেশকে কিছুটা চিন্তায় ফেলেছিল। ৭ রানের মাথায় ফারজানা হকের বিদায় আর ধীরগতির রান তোলায় যেন চাপের মেঘ ভর করেছিল। ১২তম ওভারের শেষে যখন স্কোরবোর্ডে মাত্র ৩৫ রান, তখন মনে হচ্ছিল লড়াইটা কঠিন হয়ে যাবে।
কিন্তু অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নেমে ব্যাট হাতে যেন আলো জ্বালালেন। তার আত্মবিশ্বাসী শটে ঘুচে গেল চাপ, ছন্দ ফিরে পেল বাংলাদেশ। যদিও তিনি ২৩ রানের বেশি করতে পারেননি, তবে দলের ভিত গড়ে দিয়েছিলেন। এরপরই আসল ঝলক দেখালেন উদ্বোধনী ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক। নামের মতোই ঝলমলে ইনিংস খেললেন তিনি। ৭৭ বলের মায়াবী ব্যাটিংয়ে ৮ চার মেরে গড়লেন অপরাজিত ৫৪ রানের দৃষ্টিনন্দন ইনিংস। তার সঙ্গী সোবহানা মোস্তারিও ছিলেন দৃঢ়তায় ভরপুর। ১৯ বলে ৬ চারে ২৪ রানে সঙ্গ দিলেন শেষ পর্যন্ত। দুজনের অবিচ্ছিন্ন জুটিতেই ৩১.১ ওভারে জয়ের নোঙর ফেলে বাংলাদেশ।
এর আগে পাকিস্তানের ইনিংসের শুরুটা যেন এক নাটক। প্রথম ওভারেই মারুফা আক্তারের তোপে ২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে দিশেহারা পাকিস্তান। মুনিবা আলী আর রামিন শামীম সাময়িক প্রতিরোধ গড়লেও নাহিদা আক্তার ভেঙে দেন সেই প্রাচীর। এরপর নিয়মিত বিরতিতে একে একে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন। শেষ পর্যন্ত মাত্র ১২৯ রানেই সমাপ্তি ঘটে তাদের ইনিংসের।
বাংলাদেশি বোলাররা ছিলেন নিজেদের সেরা ছন্দে। মারুফা আক্তার আগুন ঝরানো গতিতে তুলে নেন ২ উইকেট, হয়ে ওঠেন ম্যাচসেরা। শর্না আক্তার দুর্দান্ত স্পেলে ৫ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের টেলএন্ড ভেঙে দেন। নাহিদা নেন ২টি, আর বাকি উইকেট ভাগ করে নেন রাবেয়া, ফাহিমা ও নিশিতা।
বাংলাদেশের এই জয় নিছক একটি ম্যাচ জেতা নয়, বরং আত্মবিশ্বাসের নতুন আলো। বিশ্বকাপের দীর্ঘ পথচলায় এ যেন প্রথম কবিতার প্রথম লাইন, যেখানে প্রত্যেকটি শব্দ ভর করে আছে সাহস, স্বপ্ন আর অদম্য লড়াইয়ের সুরে।
এবার সামনে আরও বড় পরীক্ষা। মঙ্গলবার গৌহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে নামবে জ্যোতিদের দল। তবে শুরুর এই জয়ের আলোয় লাল-সবুজের পতাকা ইতিমধ্যেই দুলছে নতুন আশার দিগন্তে।
ঢাকা/আমিনুল