ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশকে ১৫২ রানের টার্গেট ছুড়ল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ২ অক্টোবর ২০২৫   আপডেট: ০০:৪৭, ৩ অক্টোবর ২০২৫
বাংলাদেশকে ১৫২ রানের টার্গেট ছুড়ল আফগানিস্তান

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (০২ অক্টোবর) রাতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাট করতে নামে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবীর ব্যাটে ভর করে ৯ উইকেটে ১৫১ রান সংগ্রহ করে তারা। জিততে বাংলাদেশকে করতে হবে ১৫২ রান।

ব্যাট করতে নেমে ৩.২ ওভারেই ২৫ রান তুলে ফেলে আফগানিস্তান। এরপর দ্রুত তারা চারটি উইকেট হারায়। ২৫ রানের মাথায় ইব্রাহিম জাদরান (১৫), ৩১ রানের মাথায় সেদিকুল্লাহ অটল (১০), একই রানে দারবিশ রাসুলি (০) ও ৪০ রানের সময় মোহাম্মদ ইশাক ফিরেন ১ রান করে।

আরো পড়ুন:

এরপর গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাই, নবী ও শরাফুদ্দিন আশরাফের ব্যাটে ভর করে ১৫১ পর্যন্ত যায় আফগানরা। গুরবাজ ৩১ বলে ২টি চার ও ৩ ছক্কায় করেন ৪০ রান। আজমতউল্লাহ ১ চার ও ১ ছক্কায় ১৮, নবী ১ চার ও ৪ ছক্কায় ৩৮ ও আশরাফ ১ চার ও ১ ছক্কায় করেন অপরাজিত ১৭ রান।

বল হাতে বাংলাদেশের রিশাদ হোসেন ৪ ওভারে ৩৩ রানে নেন ২টি উইকেট। তানজিম হাসান সাকিব ৪ ওভারে ৩৪ রানেন নেন আরও ২টি উইকেট। নাসুম আহমেদ ৪ ওভারে ১৮ রান দিয়ে ১টি, মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৪ রানে ১টি ও তাসকিন আহমেদ ৪ ওভারে ৪০ রানে ১টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়