ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩৬তম সিরিজ জয়ের অপেক্ষা বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ২১ অক্টোবর ২০২৫  
৩৬তম সিরিজ জয়ের অপেক্ষা বাংলাদেশের

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পায়ের তলায় মাটি খুঁজে পেয়েছে। নিজেদের শেষ ১২ ওয়ানডের ১১টিতে হারের যন্ত্রণা ভুলে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। 

এখন সিরিজ জয়ের অপেক্ষা। পরিসংখ‌্যানের হিসেবে আজ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিততে পারলে ওয়ানডেতে ৩৬তম সিরিজ জিতবে বাংলাদেশ। 

গত বছরের মার্চে বাংলাদেশ সবশেষ সিরিজ জেতে শ্রীলঙ্কাকে হারিয়ে। এরপর চার সিরিজে চারটিতেই হার। আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে ২-১ ব‌্যবধান করে হার এবং ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের কাছে ৩-০ ব‌্যবধানে হোয়াইটওয়াশ হয়। এবার ক‌্যারিবীয়ানদের হারিয়ে সিরিজ জয়ের অপেক্ষায় মিরাজ অ‌্যান্ড কোং।

সিরিজ জয়ের ম‌্যাচে যথারীতি আলোচনায় মিরপুরের উইকেট। নব-পরিচর্যায় কালো মাটির পিচেও পুরনো চিত্রটা বদলায়নি। স্পিনারদের বিপক্ষে আজও কঠিন পরীক্ষা দিতে হবে দুই দলকেই। দুই দলই মাঠে নামার আগে স্পিনে শক্তি বাড়িয়েছে। বাংলাদেশ যুক্ত করেছে নাসুম আহমেদকে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ উড়িয়ে আনছে বামহাতি স্পিনার আকিল হোসেনকে। দুজনেরই আজকের ম্যাচে যার খেলার সম্ভাবনা জোরালো। 

বাংলাদেশ এক পেসার নিয়ে মাঠে নামলে অবাক হওয়ার থাকবে না। এক্ষেত্রে একমাত্র পেসার হতে পারেন কেবল মোস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদকে দল বিশ্রামে রাখতে পারেন। এছাড়া আকিল হোসেন খেলতে পারেন রোমারিও শেফার্ড বা জাস্টিন গ্রিভসের জায়গায়। 

বাংলাদেশ দল প্রথম ম্যাচটা জিতলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা যে রয়েই গেছে সেটা স্পষ্ট। পুরো ৫০ ওভার ব্যাটিং করা হয়নি টানা সাত ওয়ানডে ম্যাচে। যা দুশ্চিন্তার বড় কারণ। আজ পারে কিনা সেটাই দেখার। 

মিরপুরে দুপুর দেড়টায় দ্বিতীয় ওয়ানডেতে ফের মুখোমুখি হবে দুই দল।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়