ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবশ্যই আমরা হোম অ্যাডভান্টেজ নেবো, দিন শেষে সবাই রেজাল্ট চায়: মিরাজ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ২৩ অক্টোবর ২০২৫   আপডেট: ২১:৫৪, ২৩ অক্টোবর ২০২৫
অবশ্যই আমরা হোম অ্যাডভান্টেজ নেবো, দিন শেষে সবাই রেজাল্ট চায়: মিরাজ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা, সমালোচনার শেষ নেই। কালো মাটির স্পিনিং উইকেট খেলে বাংলাদেশ কতটুকু উন্নতি করতে পারবে সেসব নিয়েও উঠছে প্রশ্ন। হোম অ‌্যাডভানটেজ বা স্বাগতিক সুবিধা সবাই নেয়, কিন্তু সেই সুবিধা কতটুকু পর্যায়ে নেয় বা আদর্শ কতটুকু সেটা নিয়েও আলোচনা হচ্ছে। 

ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব‌্যবধানে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতেছে। কিন্তু মিরপুরের উইকেট ছিল একেবারেই স্পিন বান্ধব। পেসাররা কোনো সুবিধা আদায় করতে পারেনি। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ ৫০ ওভার শেষ করেছে কোনো পেস বোলার ছাড়া। আজ সিরিজ নির্ধারণী ম‌্যাচে বাংলাদেশ ৩০.১ ওভার করেছে কোনো পেসার ছাড়া। কোনো পেসারকে বোলিং করানো ছাড়া প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার প্রথম রেকর্ড এটি।

চার সিরিজ পর বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে। সিরিজ জিতে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরেছে। উইকেটের সমালোচনা পাশ কাটিয়ে মিরাজের আনন্দ সিরিজ জয়ে। উল্টো হোম অ‌্যাডভানটেজ নেওয়ার পক্ষে যুক্তি দিলেন তিনি, ‘‘আপনি পৃথিবীর যে জায়গায় খেলতে চান না কেন, যাদের সাথে আমরা খেলি না কেন, তারা কিন্তু হোম অ্যাডভান্টেজটা নেয়। আমরা যদি নিউ জিল্যান্ডে যাই, ওখানে কিন্তু তারা হোম অ্যাডভান্টেজটা নিয়েছে। কোনো দল যদি বাংলাদেশে আসে, আমরা তো অবশ্যই আমাদের হোম অ্যাডভান্টেজটা নিবো। কারণ দিন শেষে সবাই কিন্তু রেজাল্টটাই চায়।’’  

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছর অনেক গুলো হোম ও অ‌্যাওয়ে সিরিজে ভালো করতে হবে বাংলাদেশকে। এরপর ২০২৭ সালের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে। কেমন উইকেটে সামনে খেলতে চান মিরাজ? সেই প্রশ্নও উঠে আসল আজ, ‘‘আমাদের তো অনেক হোম সিরিজ আছে। আমরা যে সব ম্যাচই এখানে (মিরপুর) খেলবো, এরকম কোনো কিছু না। আমরা হয়তো বাইরেও অনেক ম্যাচ খেলবো। আর যেহেতু আফ্রিকাতে খেলা আছে, আফ্রিকার খেলার আগে হয়তো টিম ম্যানেজমেন্ট, আমরা যারা আছি, আরও সুন্দর মতো প্রস্তুতি নিতে পারবো। কিন্তু  বিশ্বকাপ তো এখনো অনেক দেরি। আমাদের সামনে যে সিরিজগুলো আছে, সেগুলোর উপরে মনোযোগ করা উচিত।’’

‘‘আমরা বিশ্বকাপে গিয়ে অনেক ভালো কিছু করতে পারিনি, সেটার জন্য আলাদা একটা প্রক্রিয়া এবং সেটার জন্য আলাদা একটা পরিকল্পনা করতে হবে। আমার কাছে মনে হয় যে সেই পরিকল্পনা হওয়া উচিত দুই থেকে তিন মাস আগে থেকে, যে বিশ্বকাপের আগে আমরা কিভাবে খেলবো, কিভাবে আমরা স্কিল ক্যাম্প করবো, কিভাবে আমাদের প্রিপারেশন থাকবে, সেটার জন্য আলাদাভাবে কোথায় আমরা প্র্যাকটিস করবো। এইভাবে সেই জিনিসগুলো করা উচিত। দ্বিপক্ষীয় সিরিজগুলোতে আমার কাছে মনে হয় হোম অ্যাডভান্টেজটা খুবই গুরুত্বপূর্ণ।’’ - যোগ করেন মিরাজ।
 

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়