ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বল ছুড়ে মারায় নাহিদ রানাকে আইসিসির শাস্তি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১২ নভেম্বর ২০২৫   আপডেট: ২১:১১, ১২ নভেম্বর ২০২৫
বল ছুড়ে মারায় নাহিদ রানাকে আইসিসির শাস্তি

নাহিদ রানা

সিলেটে আয়ারল‌্যান্ডের বিপক্ষে টেস্টে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির খড়গ নাহিদ রানার ওপর। বাংলাদেশের দ্রুত গতির এই বোলারকে আইসিসির আচরণবিধির প্রথম স্তর ভাঙার দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ।

সোমবার ম‌্যাচের দিনেই ঘটে ঘটনা। আয়ারল‌্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে নিজের বলে ফিল্ডিং করে ব‌্যাটসম‌্যান কেড কারমাইকেলের দিকে ছুঁড়ে মারেন নাহিদ। যা একেবারেই অপ্রয়োজনীয় ছিল। নাহিদের ছোঁড়া বল আঘাত করে ব‌্যাটসম‌্যানের প‌্যাডে। অথচ ব‌্যাটসম‌্যান ক্রিজের ভেতরেই ছিলেন।

আরো পড়ুন:

আইসিসি চোখে যা ‘অপ্রাসঙ্গিক ও বিপজ্জনক আচরণ' হিসেবে বিবেচনা হয়েছে। এজন‌্য তাকে শাস্তির আওতায় আনা হয়েছে। মাঠের আম্পায়ার স্যাম নোগাজস্কি ও আহসান রাজা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ অভিযোগটি তোলেন ম্যাচ রেফারির কাছে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি নাহিদ স্বেচ্ছায় মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক সতর্কতা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ কাটা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট। কোনো খেলোয়াড়ের ডিমেরিট পয়েন্ট ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়, যার ফলে খেলোয়াড়কে এক টেস্ট বা দুই ওয়ানডে/দুই টি-টোয়েন্টি থেকে নিষিদ্ধ করা হয়।

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়