ক্রীড়াক্ষেত্রে অনন্য অবদান
বেগম রোকেয়া পদকে সম্মানিত ঋতুপর্ণা চাকমা
নারীর অধিকার ও অগ্রযাত্রার প্রতীক বেগম রোকেয়ার স্মরণে প্রতি বছর যে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়, সেই মর্যাদাপূর্ণ বেগম রোকেয়া পদক পেলেন দেশের নারী ফুটবলের উজ্জ্বল নক্ষত্র ঋতুপর্ণা চাকমা। ক্রীড়া অঙ্গনে নারীদের দৃঢ় অবস্থান তৈরি ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মান লাভ করেন তিনি।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঋতুপর্ণার হাতে পদক তুলে দেন। রাষ্ট্রীয় এই সম্মান তার সাফল্যের পথযাত্রায় আরও এক উজ্জ্বল পালক যোগ করল।
ফুটবলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় প্রিয় এই ফরোয়ার্ডকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংস্থাটি লিখেছে, “নারী ফুটবলে ইতিহাস গড়া ঋতুপর্ণা চাকমাকে আন্তরিক অভিনন্দন। ক্রীড়া ক্ষেত্রে তার অসাধারণ অবদানের স্বীকৃতি ‘বেগম রোকেয়া পদক-২০২৫’ আমাদের গর্বিত করেছে। স্বপ্ন থেকে সংগ্রাম, আর সংগ্রাম থেকে সাফল্যের পথে ঋতুপর্ণার যাত্রায় বাফুফে সবসময় তার পাশে আছে।”
বাংলাদেশ নারী ফুটবলের উত্থানে ঋতুপর্ণার অবদান অসামান্য। তার জোড়া গোলে শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। গত বছর তারই গোলের সুবাদে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জেতে লাল-সবুজের মেয়েরা।
ঋতুপর্ণার সঙ্গে আরও তিন নারী এ বছর সম্মাননা লাভ করেছেন। তারা হলেন-
রুভানা রাকিব (নারীশিক্ষা-গবেষণা),
কল্পনা আক্তার (নারী অধিকার-শ্রম অধিকার),
নাবিলা ইদ্রিস (মানবাধিকার)।
ঢাকা/আমিনুল