রাজশাহীকে লড়াকু টার্গেট ছুড়ল সিলেট
অরপারিজ ৬৫ রানের ইনিংস খেলা সিলেটের পারভেজ হোসেন ইমন
বিপিএলের উদ্বোধনী দিনে লড়াকু সংগ্রহ পেল স্বাগতিক সিলেট টাইটান্স। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯০ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। জিততে রাজশাহীকে করতে হবে ১৯১ রান।
ব্যাট করতে নেমে ৪ ওভারেই ৩৬ রান তোলে সিলেট। এই রানের মাথায় সাইম আইয়ুব আউট হন ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রান করে। ৬৮ রানের মাথায় ওয়ান ডাউনে নামা হযরতউল্লাহ জাজাই ফিরেন ২ চার ও ১ ছক্কায় ২০ রান করে।
উদ্বোধনী ব্যাটার রনি তালুকদার দেখে-শুনে খেলছিলেন। দলীয় রান শত পেরুতেই ফিরেন তিনি। যাওয়ার আগে ৩৪ বলে ৩ চারে ৪১ রান করে যান। সেখান থেকে পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ৮৪ রানের জুটি গড়ে লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন। দলীয় ১৯০ রানের মাথায় আফিফ ১৯ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৩ রান করে ফিরেন। তবে ইমন ৩৩ বলে ৪টি চার ও ৫ ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন। তাতে ৫ উইকেট হারিয়ে ১৯০ রানের সংগ্রহ পায় সিলেট।
বল হাতে রাজশাহীর সন্দীপ লামিচানে ৪ ওভারে ৩৮ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন রিনুরা ফর্নান্দো ও তানজিম হাসান সাকিব।
ঢাকা/আমিনুল