ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বড় জয়ে শেষটা রাঙাল ঢাকা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫৮, ১৮ জানুয়ারি ২০২৬
বড় জয়ে শেষটা রাঙাল ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের ছায়া হয়ে ছিলেন ঢাকা ক্যাপিটালসের সরাসরি সাইন করা খেলোয়াড় সাইফ হাসান। ৮ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল মাত্র ৬০ রান। সেই সাইফ নিজেকে খুঁজে পেলেন রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে। বাউন্ডারির ফোয়ারা ছুটিয়ে ৪৪ বলে ৭৩ রান করলেন। ৫টি চারের সঙ্গে ছক্কা ৫টি। তার জ্বলে ওঠার দিনে চট্টগ্রাম রয়্যালসকে বিশাল ব্যবধানে হারায় ঢাকা।

আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ঢাকা শেষ ম্যাচ জিতেছে ৪২ রানে। প্রথমে ব্যাটিং করে ঢাকা ১৭০ রান করে। জবাব দিতে নেমে ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রাম রয়্যালস করে ১২৮ রান। 

আরো পড়ুন:

বিপিএলে ঢাকার এটি তৃতীয় জয়। ৬ পয়েন্ট নিয়ে ছয় দলের প্রতিযোগিতা পঞ্চম স্থানে থেকে শেষ করল তারা। ১২ পয়েন্ট নিয়ে চট্টগ্রামের অবস্থান দ্বিতীয় স্থানে। সমান ১২ পয়েন্ট রংপুর রাইডার্সেরও। কিন্তু, রান রেটে পিছিয়ে তাদের অবস্থান তিনে। 

বিশ্বকাপে দল খেলতে যাবে কি না, তা নিশ্চিত নয়। কিন্তু, বৈশ্বিক প্রতিযোগিতার আগে সাইফের রানে ফেরা দরকার ছিল। নিজের শেষ ম্যাচে কিছুটা আত্মবিশ্বাস পেলেন তিনি। এদিন নিজের চেনা ব্যাটিংটাই করেছেন সাইফ হাসান। পেসার আমির জামালকে ছক্কা উড়িয়েছেন চোখের পলকে। দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন পাওয়ার প্লে। ৬ ওভারে ৫৩ রান পেয়েছিল ঢাকা। সাইফ ফিফটি পেয়েছেন ২৯ বলে। এ সময়ে সমান ৪টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। 

বিপিএলে নিজের প্রথম ফিফটির পরও এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু, আত্মঘাতী এ শটে শেষ হয় তার ইনিংস। পেসার মুকিদুল ইসলামের বল উইকেট থেকে সরে স্কুপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন। 

সাইফ বাদে ঢাকার কেউ তেমন রান পাননি। জুবায়েদ আকবারি ৩০ বলে ২৯ রান করেন ১ চার ও ২ ছক্কায়। ৬ বলে ১৬ রান করেন উসমান খান। এছাড়া, মোহাম্মদ মিঠুন ১৫, সাইফ উদ্দিন ১২ রান করেন। 

বোলিংয়ে চট্টগ্রামের হয়ে তানভীর ২৫ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন শরিফুল ও আমির জামাল। 

লক্ষ্য তাড়ায় চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে চট্টগ্রাম। ৪৮ রান তুলতেই তাদের ৫ ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। পরের ৩ উইকেট হারায় ৭৮ রানে। সেখান থেকে নবম উইকেটে আমির জামাল ও শরিফুল ইসলাম ৫০ রানের জুটি গড়েন। যা পরাজয়ের ব্যবধান কমায় মাত্র। আমির জামাল সর্বোচ্চ ৪২ রান করেন। ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া, হাসান নওয়াজ ১৯ ও নাঈম শেষ ১৮ রান করেন।

৩.৪ ওভারে ২০ রানে ৪ উইকেট নিয়ে সাইফ উদ্দিন নিজের কারিশমা দেখিয়েছেন। ২৮ রানে ৩ উইকেট নিয়ে তাসকিন ছিলেন দ্বিতীয় সেরা। ম্যাচ সেরা হয়েছেন সাইফ হাসান। 

ঢাকা/ইয়াসিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়