ময়মনসিংহের ১১টি আসনেই লড়াই হবে
|| রাইজিংবিডি.কম
শেখ মহিউদ্দিন আহাম্মদ
ময়মনসিংহ, ৩০ জুলাই: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের ১১টি আসনেই লড়াই হবে আওয়ামীলীগ ও বিএনপি’র প্রার্থীদের মধ্যে।
উভয় দলই ভিতরে ভিতরে নির্বাচনী তৎপরতা শুরু করে দিয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহে আওয়ামীলীগ ও বিএনপি দু’দলেই আভ্যন্তরিন বিরোধ প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। অধিকাংশ আসনে উভয় দলের শীর্ষ নেতারা এখন আলাদা আলাদা গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন।
দলীয় মনোনয়ন লাভের আশায় অভিন্ন রাজনৈতিক কর্মসূচি, ইফতার মাহফিলসহ আলাদা আলাদা শো-ডাউন করতে শুরু করছেন নেতারা। ফলে দলের সাধারণ নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হচ্ছে বিভক্তি ও বাড়তে শুরু করছে হিংসা, বিদ্বেষ ও হানাহানি।
তবে যারা দলীয় বিরোধ মিটিয়ে একক প্রার্থী নির্বাচনে সঠিক বুদ্ধিমত্তার পরিচয় দিবে, তাদের জয়ের পাল্লাই ভারি হবে বলে মনে করছেন বোদ্ধারা।
বিগত সংসদে আওয়ামীলীগ সবগুলো আসন পেয়েছিল। তবে দলীয় কোন্দল, সুযোগ-সুবিধা, ভাগ-বাটোয়ারাসহ নানা কারণে তারা এলাকবাসীর বিরাগ ভাজন হয়েছেন। তাই আগামী নির্বাচনে এ জেলায় অধিকাংশ আসনে বিএনপি’র জয়ের সম্ভবনা রয়েছে।
এদিকে একক নির্বাচনে অংশ নিলে জাপার প্রার্থী বাড়তে পারে। জোটগত নির্বাচন না হলে অনান্য দলের প্রার্থীর সংখ্যাও আরো বাড়বে।
১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ও নেত্রকোনার একাংশ মিলে ১২টি আসনের মধ্যে আওয়ামীলীগ ৭টি ও বিএনপি ৫ আসনে জয়ী হয়েছিল। ২০০১ সালে ১২ আসনের মধ্যে আওয়ামীলীগ পেয়েছে ৫ টি এবং বিএনপি পেয়েছে ৭ টি আসন। ২০০৮ সালের নির্বাচনে ১১টি আসনের মধ্যে সব কয়টি আসনেই জয়লাভ করে আওয়ামীলীগ।
আসন্ন নির্বাচনে ময়মনসিংহ জেলায় ১১টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনগুলো হচ্ছে জাতীয় সংসদের ১৪৬-ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা), ১৪৭-ময়মনসিংহ-২ ফুলপুর, ১৪৮-ময়মনসিংহ-৩ গৌরিপুর, ১৪৯-ময়মনসিংহ-৪ সদর, ১৫০-ময়মনসিংহ-৫ মুক্তাগাছা, ১৫১-ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া, ১৫২-ময়মনসিংহ-৭ ত্রিশাল, ১৫৩-ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ, ১৫৪-ময়মনসিংহ-৯ নান্দাইল, ১৫৫-ময়মনসিংহ-১০ গফরগাঁও এবং ১৫৬-ময়মনসিংহ-১১ ভালুকা।
অন্যান্য বছরের তুলনায় এবার নির্বাচনী প্রচারণায় অনেকটা ব্যতিক্রম। ইতিমধ্যে ডিজিটাল ব্যানার, রঙ্গিন পোস্টার, ফেস্টুন দিয়ে প্রচরণা শুরু করে দিয়েছেন নিজ নিজ দলের প্রার্থীরা।
বর্তমান সরকারের শেয়ার বাজারের কেলেংকারী, এমপি-মন্ত্রীদের দূর্নীতি, ছাত্রলীগের দখল-টেন্ডারবাজী, পদ্মা সেতু নিয়ে রাজনীতি, সিটি কর্পোরেশন নির্বাচন, তত্বাবধায়ক ইস্যূ, ঘরে ঘরে বেকার যুবকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি, নির্বাচিত এমপিদের স্বজনপ্রীতি এবং গণজারণ মঞ্চ-হেফাজত আন্দোলনকে কেন্দ্র করে আগামী সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে বলে অনেকেই মনে করছেন। তাছাড়া প্রতিটি আসনেই আ’লীগ ও বিএনপি’র দলীয় কোন্দল রয়েছে।
১৪৬-ময়মনসিংহ-১, আসনটি হালুয়াঘাট উপজেলা ও ধোবাউড়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৭০৭ জন।
আওয়ামীলীগের প্রার্থী হিসেবে বর্তমান সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন, ফারুক আহাম্মেদ খান, অধ্যক্ষ হেলাল উদ্দিন, এডভেকেট আব্দুল মান্নান, উপজেলা চেয়ারম্যান ফুরকার উদ্দিন সেলিম মৃর্ধা, বিএনপির প্রার্থী হিসেবে আফজাল এইচ খান, ইমরান সালেহ প্রিন্স, উপজেলা চেয়ারম্যান আলী আজগর, ব্যারিস্টার তমিজ উদ্দিন মনোনয়ন চাইবেন। এখানে অন্যদলের প্রার্থীদের তেমন তৎপরতা নেই।
১৪৭-ময়মনসিংহ-২, ফুলপুর ও তারাকন্দা এলাকার ৩ লাখ ৯২ হাজার ৩৬৫ জন ভোটার নিয়ে এ আসন। নির্বাচনে এ আসনে আওয়ামীলীগের বর্তমান এমপি হায়াতুর রহমান বেলাল, মরহুম শামসুল হকের ছেলে শরীফ আহম্মেদ, ব্যারিস্টার আবুল কালাম আজাদ, আতাউল করিম রাসেল, বিএনপির সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, মোতাহার হোসেন তালুকদার, ছিদ্দিকুর রহমান, জাপার নূর মোহাম্মদ নূরু মনোনয়ন চাইবেন।
১৪৮ ময়মনসিংহ-৩, গৌরীপুর উপজেলার ২ লাখ ৪ হাজার ৬১৬ জন ভোটার সংখ্যা নিয়ে এ আসন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকির বর্তমান এমপি। আগামী সংসদ নিবার্চনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকির, সাবেক ভিসি ড. শামীউল আলম, উপজেলা চেয়ারম্যান আলী আহমেদ খান পাঠান সেলভি, এডভোকেট নাজিম উদ্দিন আহাম্মেদ, শরীফ হাসান অনু, এডভোকেট গিয়াস উদ্দিন, বিএনপির প্রার্থী হিসেবে সাবেক এমপি এডভোকেট এএফম নজমুল হুদা, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, আলহাজ্জ মকবুল হোসেন, ফয়সাল আমিন খান, শহিদুল আরেফিন খোকন, জাপার ফখরুল ইমাম মনোনয়ন চাইবেন।
১৪৯-ময়মনসিংহ-৪, ময়মনসিংহ সদর উপজেলা ও পৌরসভাসহ ৫ লাখ ৪ হাজার ৪৬৫ জন ভোটার নিয়ে এ আসন। জেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান এমপি অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির, পৌর মেয়র ইকরামুল হক টিটু, ডা. এম এ আজিজ, বিএনপি’র দক্ষিন জেলা সভাপতি সাবেক জ্বালানী প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হেসেন, সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু, আবু ওয়াহাব আকন্দ, জাপার রওশন এরশাদ, কমিউনিস্ট পার্টির এডভোকেট এমদাদুল হক মিল্লাত মনোনয়ন চাইবেন।
১৫০-ময়মনসিংহ-৫, মুক্তাগাছা আসনে ২ লাখ ৭০ হাজার ৯৯২ জন ভোটার। বর্তমান এমপি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কে এম খালিদ বাবু, উপজেলা চেয়ারম্যান বদর আহাম্মেদ, পৌর মেয়র আব্দুল হাই, উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, সেলিমা সোবাহান খসরু, বিএনপি’র জাকির হোসেন বাবলু মনোনয়ন চাইবেন।
১৫১-ময়মনসিংহ-৬, ফুলবাড়ীয়া উপজেলা ও একটি পৌরসভার ২লাখ ৯৪ হাজার ৪১৮ জন ভোটার নিয়ে গঠিত এ আসন। এ আসনে আওয়ামীলীগের এমপি এডভোকেট মোসলেম উদ্দিন, এডভোকেট আব্দুর রাজ্জাক, এডভোকেট মফিজ উদ্দিন চেয়ারম্যান, আব্দুল মালেক সরকার, এম এ কুদ্দুস, গোলাম মোস্তাফা তপন, বিএনপি থেকে ইঞ্জিনিয়ার শামসুউদ্দিন আহমেদ, আকতারুল আলম, জামায়াতের অধ্যাপক জসিম উদ্দিন মনোনয়ন চাইবেন।
১৫২-ময়মনসিংহ-৭, পৌরসভাসহ ত্রিশাল উপজেলার ২লাখ ৭৩ হাজার ৯৩৭ জন নিয়ে এ আসন। আওয়ামীলীগের বর্তমান এপ পি এডভোকেট রেজা আলী, সাবেক এমপি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, সাবেক এমপি জেলা আওয়ামীলীগের সম্পাদক আবদুল মতিন সরকার, পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান, বিগ্রেডিয়ার নজীব হাসান, বিএনপি’র ডাঃ মাহবুবুর রহমান লিটন, শাহজাহান চেয়ারম্যান, প্রয়াত খালেক এমপি’র ছেলে মনোয়ার হোসেন, জাপার এম এ হান্নান মনোনয়ন চাইবেন।
১৫৩-ময়মনসিংহ-৮, ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌরসভাসহ ২লাখ ৩৯ হাজার ৭০৬ জন ভোটার নিয়ে গঠিত এ আসন। জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে এমপি আবদুস সাত্তার, আবু বক্কর সিদ্দিক দুলাল, শাফায়েত হোসেন ভূইয়া, উপজেলা চেয়ারম্যান এডভোকেট সুমেন্দ্র কিশোর চৌধূরী, মাহমুদুল হাসান সুমন, বিএনপি’র সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, এডভোকেট আওরঙ্গজেব বেলাল, লুৎফুল নাহেদ মাজেদ ওরফে কালা বাবু মনোনয়ন চাইবেন।
১৫৪-ময়মনসিংহ-৯, নান্দাইল এ আসনে মোট ভোটার সংখ্যা ২লাখ ৬০ হাজার ৩৪২জন। আওয়ামীলীগের এমপি মেজর জেনারেল (অবঃ) আবদুস সালাম, এডভোকেট আব্দুল হাই, আব্দুল মালেক চৌধূরী স্বপন, আনোয়ারুল আবেদীন তুহিন, বিএনপির সাবেক এমপি খুররম খান চৌধুরী, একেএম রফিকুল ইসলাম, জাপার আব্দুল হাকিম ভূইয়া মনোনয়ন চাইবেন।
১৫৫-ময়মনসিংহ-১০, পৌরসভাসহ গফরগাঁও উপজেলা মিলে এ আসনে ২লাখ ৯০ হাজার ৭২৩ জন ভোটার। আওয়ামীলীগের এমপি ক্যাপ্টেন (অবঃ) গিয়াস উদ্দিন আহমেদ, বাকৃবি’র সাবেক ভিসি প্রফেসর ড. আনোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ বাবেল, পৌর মেয়র এডভোকেট কায়সার আহমেদ, এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বিএনপি’র সাবেক এমপি ফজলুর রহমান সুলতান, খালেদা জিয়ার উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, শিল্পপতি সিদ্দিকুর রহমান, অধ্যাপক আবুল কাশেম, জাপার কারী হাবিবুল্লাহ বেলালী মনোনয়ন চাইবেন।
১৫৬-ময়মনসিংহ-১১, পৌরসভা ও ভালুকা উপজেলাসহ এ আসনে ২ লাখ ৬৫ হাজার ৬৩৪ জন ভোটার নিয়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি ডাঃ এম আমানউলাহ, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দীন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য শাহ্ মোঃ আশরাফুল হক জজ, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপি’র সভাপতি ফখর উদ্দিন আহাম্মেদ বাচ্চু, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম, জিয়া ব্রিগেডের কেন্দ্রীয় সভাপতি ও ময়মনসিংহ জেলা বিএনপির নির্বাহী সদস্য আবুল হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোজাম্মেল হক মনোনয়ন চাইবেন।
রাইজিংবিডি / এস
রাইজিংবিডি.কম