পেঁয়াজে স্বনির্ভর হতে মাস্টারপ্ল্যান, আসছে বিশেষ ঋণ
আমদানিনির্ভরতা কমিয়ে পেঁয়াজ উৎপাদনে স্বাবলম্বী হতে মাস্টারপ্ল্যান তৈরি করেছে সরকার। এই পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই বছরের মধ্যেই পেঁয়াজ উৎপাদনের মাধ্যমে দেশের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা হবে। এই লক্ষ্যে ‘পেঁয়াজঋণ’ নামে একটি কর্মসূচিও চালু করবে বাংলাদেশ ব্যাংক। কর্মসূচিতে স্থানীয় কৃষি ব্যাংক থেকে পেঁয়াজচাষিদের সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে কৃষি, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয় এই প্ল্যান বাস্তবায়ন করবে।
০৩:৩৭ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রোববার