আফগানিস্তানের অভিষেক টেস্টের দলে চার স্পিনার
স্পিনারদের নেতৃত্বে থাকবেন অবশ্যই রশিদ খান
ক্রীড়া ডেস্ক : নিজেদের অভিষেক টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভারতের বিপক্ষে টেস্টের এই দলে রয়েছেন চারজন স্পিনার।
মঙ্গলবার ঘোষিত দলে ডাক পাওয়া চার স্পিনার হলেন- মুজিব উর রহমান, রশিদ খান, আমির হামজা ও জহির খান।
অফ স্পিনার মুজিব ও লেগ স্পিনার রশিদ সদ্য শেষ হওয়া আইপিএলে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজির হয়ে দারুণ পারফর্ম করেছেন। মুজিব খেলেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে, আর রশিদ রানারআপ সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে।
বাঁহাতি স্পিনার জহির আঙুলের চোট থেকে সেরে উঠেছেন। এই চোটে তিনি আইপিএলে রাজস্থানে রয়্যালসের হয়ে খেলতে পারেননি। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা আফগানিস্তান দলেও ছিলেন ১৯ বছর বয়সি এই স্পিনার।
আর বাঁহাতি অফ স্পিনার হামজা আফগানিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। যেখানে ১০ ম্যাচে ৬৭ উইকেট নেন ২৬ বছর বয়সি এই স্পিনার।
জহির ছাড়া জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা আর একজনই আছেন টেস্ট দলে- ফাস্ট বোলার ওয়াফাদার। তবে হাঁটুর চোটের কারণে দলে নেই অভিজ্ঞ ফাস্ট বোলার দৌলত জাদরান।
অভিজ্ঞ আসগর স্টানিকজাই অভিষেকের টেস্টের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলকেও নেতৃত্ব দেবেন। টেস্ট দলের মাত্র পাঁচজন আছেন । অভিজ্ঞদের মধ্যে অলরাউন্ডার মোহাম্মদ নবী, উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ, রহমত শাহ এবং হাশমতউল্লাহ শহিদিও আছেন টেস্ট দলে।
আগামী ১৪ জুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হবে আফগানিস্তানের অভিষেক টেস্ট।
আফগানিস্তান টেস্ট দল:
আসগর স্টানিকজাই (অধিনায়ক), জাভেদ আহমাদি, এহসানউল্লাহ, মোহাম্মদ শাহাজাদ, মুজিব উর রহমান, নাসির জামাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আফসার জাজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আমির হামজা, সৈয়দ শিরজাদ, ইয়ামিন আহমাদজাই, ওয়াফাদার, জহির খান।
রাইজিংবিডি/ঢাকা/২৯ মে ২০১৮/পরাগ
রাইজিংবিডি.কম